HomeBengalচিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে

চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে

- Advertisement -

মহানগর ডেস্ক : রোগী মৃত্যুকে কেন্দ্র করে এবার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা তুঙ্গে। ভুল চিকিৎসার দায়ে প্রাণ হারাতে হয়েছে ২২ বছরের ঋতু রানী মান্নাকে। এমনটাই দাবি জানিয়েছে মৃতার পরিবার। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার তুমুল অশান্তির সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে।

পরিবার সূত্রে জানা গিয়েছে,ঋতু রানী মান্নার বাড়ি এগরা থানা এলাকার বিন্ধা গ্রামে। তিনি জন্ডিসে আক্রান্ত ছিলেন। বিগত কিছুদিন ধরে তিনি গলায় ঘা জনিত সমস্যায় ভুগছিলেন এই অবস্থায় তাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার রাতে তিনি মারা যান। পরিবারের কাছে খবর পৌঁছানো মাত্রই ভেঙে পড়েন আত্মীয়রা। কান্নাকাটি সহ শুরু হয়ে যায় হাসপাতাল চত্বরে বিক্ষোভ। পরিবারের দাবি, চিকিৎসার গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ওই মহিলার।

পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে এসে উপস্থিত হয় এগরা থানার পুলিশ। হাসপাতালের পরিষেবা ব্যবস্থা নিয়ে অভিযোগ উঠে আসে একাধিক রোগীর পরিবারের পক্ষ থেকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেওয়া হয়নি।এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ও অ্যাসিস্ট্যান্ট সুপারের সঙ্গে অনেকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়ে থাকলেও তার ফলস্বরূপ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Most Popular