Home Bengal ‘টিএমসি-র অর্থ : তু, ম্যাঁ, করাপশন হি করাপশন’, কৃষ্ণনগরে বোঝালেন মোদী

‘টিএমসি-র অর্থ : তু, ম্যাঁ, করাপশন হি করাপশন’, কৃষ্ণনগরে বোঝালেন মোদী

শনিবার হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্বনি তুলে বক্তৃতা শুরু করেন মোদী।

by Pallabi Sanyal
28 views

মহানগর ডেস্ক : দক্ষিণবঙ্গে দ্বিতীয় দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সভা করেন নদিয়ার কৃষ্ণনগরে। তবে যারা ভেবেছিলেন সিএএ নিয়ে কোনো বিশেষ বার্তা দিতে পারেন মোদী, তারা হতাশ। কারণ সিএএনয়ে কোনো কথাই সেভাবে বলেননি প্রধানমন্ত্রী। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তিনি অস্ত্র করেছেন সন্দেশখালি ও দুর্নীতিতেই। শনিবার হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্বনি তুলে বক্তৃতা শুরু করেন মোদী। সবাইকে বাংলায় স্বাগত জানান। তারপরেই সুর চড়ান শাসকের বরুদ্ধে।এদিন প্রধানমন্ত্রী বাংলায় বিকাশ না হওয়ার জন্য সরাসরি দায়ী করেন শাসকদ তৃণমূ কংগ্রেসকে। তিনি বলেন, ‘টিএমসি মানে বিশ্বাঘাতকতা, দুর্নীতি, পরিবারতন্ত্র। তৃণমূল বাংলার মানুষজনকে গরিম বানিয়ে রাখতে যায়। এতে তাদের খেলা চলবে, রাজনীতি চলবে। কিন্তু মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।তৃণমূল এখানে মা, মাটি, মানুষের স্লোগান তুলে ভোট নিয়েছে। সন্দেশখালির বনেরা কাতর আর্তি করতে থাকেন। তবে তৃণমূল সরকার তাঁদের কথা শোনেনি। এখানে পুলিশ না তবে অপরাধী সিদ্ধান্ত নেয় যে কখন তাদের গ্রেফতার করা যাবে। রাজ্য সরকার তো সন্দেশখালির অপরাধীকে ধরতেই চায়নি। তবে বাংলার নারীরা দুর্গা রূপে দাঁড়িয়ে পড়েছিলেন।’

রাজ্যে হয়ে চলা একের পর এক দুর্নীতি নিয়ে সুর চড়িয় প্রধানমন্ত্রী বলেন, ‘এই তৃণমূল সরকার প্রতিটি স্কিমকে স্ক্যামে পরিণত করে দেয়। তবে মোদীর গ্যারান্টি, আগামী ৫ বছর ফ্রি রেশন দেবে। তবে তৃণমূল তাতেও নিজেদের স্টিকার লাগায়। রেশন চুরি করতেও তারা পিছ পা হয় না।’ তিনি আরও বলেন, ‘বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে। তাই এবার বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটা উচিত। এই বার এনডিএ সরকার ৪০০ পার। এখন তো টিএমসি-র অর্থ বদলে গিয়েছে। টিএমসি-র অর্থ : তু, ম্যাঁ, করাপশন হি করাপশন।’

গোট দেশে মহিলা হেল্পলাইন চালু হলেও তৃণমূল সরকার সেটাকে গুরুত্ব দেয় না বলেই এদিন দাবি করেন প্রধানমন্ত্রী।কেন্দ্রীয় সরকার ১০ কোটি মহিলাকে সস্তায় গ্যাস দিচ্ছে। বাংলাতেও ১৩ লাখ আবেদন এসেছে। তবে অভিযোগ, তৃণমূল উজ্জ্বলা কমিটি গঠন করেনি জেলায় জেলায়।প্রধনমন্ত্রীর কথায়, ‘ওরা চায়, কে সস্তায় গ্যাস পাবে, সেটা ঠিক করবে তৃণমূলের তোলাবাজ। জল প্রকল্পেও ওরা তোলাবাজদের হাত চায়। মনরেগাতে ২৫ লাখ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে।’

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved