Home Bengal ডাম্পারে ধাক্কা পুলিসের গাড়ির,আহত মুরারই থানার ওসি, মৃত চালক

ডাম্পারে ধাক্কা পুলিসের গাড়ির,আহত মুরারই থানার ওসি, মৃত চালক

by Mahanagar Desk
45 views

মহানগর ডেস্ক:   ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন ন বীরভূমের মুরারই থানার ওসি শাকিব সাহাব। গারি দুর্ঘটনা এততাই ভয়াবহ যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর গাড়ির চালকের। দ্রুত আহত ওসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শনিবার ভোরে বীরভূমের রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর ন্যাশনাল হাইওয়েতে ঘটনাটি ঘটেছে।  বীরভূমের মুরারই থানার ওসি শাকিব সাহাবের গাড়ির সঙ্গে ডাম্পারের   মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই গুরুতর জখম হয়েছেন তিনি ।  দুর্ঘটনা ঘটেছিল সাহাব কাকিনাড়ার বাড়ি থেকে ফিরে আসার সময় গনপুরের কাছে একটি লরি ওভারটেক করার সময় । ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক হামিদুলের।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় থানার পুলিশ।  সাকিবকে অবিলম্বে উদ্ধার করা হয় এবং সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে জরুরি চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। বিষয়টি নিয়ে  তদন্ত করা হবে বলেই জানিয়েছে পুলিশ।

You may also like