মহানগর ডেস্ক : রবিবার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ব্রিগেডে জনগর্জন সভা তৃণমূলের। মূল বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইভোল্টেজ এই সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন তৃণমূলের দূর দূরান্তের কর্মী সমর্থকরা। মূলত, জেলার কর্মীরা ইতিমধ্যেই রওনা দিয়ে দিয়েছেন ট্রেনে করে।এদিকে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে, কোন পথে গেলে আপনাকে পড়তে হবে যানজটে।
ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি মারফত জানা যাচ্ছে যে, রবিবার ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত নিয়ন্ত্রিত হবে যান চলালচল।আমহার্স্ট স্ট্রট, বিধান সরণী (কে সি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড), কলেজ স্ট্রিট, স্ট্র্যান্ড রোড (হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ড স্ট্রিট), ব্রোবোর্ন রোড, বি বি গাঙ্গুলি স্ট্রিট, বেন্টিঙ্ক স্ট্রিট, সিউ সিআইটি রোড ও রবীন্দ্র সরণীতে (বি কে পাল অ্য়াভিনিউ থেকে লালবাজার স্ট্রিট) যান চলাচল নিয়ন্ত্রিত হবে।এছাড়া ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা পুলিশের এলাকায় সমস্ত পণ্যবাহী গাড়ির চলাচলও নিয়ন্ত্রিত থাকবে। তবে সেই তালিকা থেকে এলপিজি, ফল, সবজ ও দুধের গাড়িকে বাদ রাখা হচ্ছে। অন্য়দিকে,ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্শ্ববর্তী এলাকা, হেস্টিং রোড ও ক্যাথিড্রাল রোডের মাঝে এজেসি বোস রোড, হসপিটাল রোড সহ বেশ কিছু রাস্তায় গাড়ি পার্ক করার ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপই করা হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে।
প্রসঙ্গত, মূলত, কেন্দ্রের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার যে অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার তারই মেগা সমাবেশ ঘটতে চলেছে ব্রিগেডের ময়দানে।বঞ্চিতরা ছাড়াও উপস্থিত থাকবেন জেলার তৃণমূল কর্মী সমর্থক সহ নেতা নেত্রীরা। এদিকে, বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলেও তৃণমূল এখনও কোনো তালিক প্রকাশ করেনি। আগামীকা প্রার্থী তালিকা ঘোষণারও সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃমূলে যোগ দিতে পারেন সাংসদ কুনার হেমব্রম। ফলে আগামীকালকের সভায় ঘটতে চলেছে একের পর এক ঘটা যা লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।