মহানগর ডেস্ক : ধামাখালিতে সেভ ডেমক্রেসির চার কর্মীকে আটকে দিল পুলিশ, যেতে দিল না সন্দেশখালি। ধামাখালি থেকে নদীপথে যেতে হয় সন্দেশখালি। ধামাখালি ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।
সেভ ডেমক্রেসির চার সদস্যকে পুলিশ সাফ জানায়, “চারজনকে সন্দেশখালি যেতে দিলে সেখানে তাঁরা পৌঁছবার পর আরও ৪০ জন আসতে পারে। তাই যেতে দেওয়া হবে না।” এদিকে সেভ ডেমক্রেসির প্রতিনিধিরা অভিযোগ করেন, “এখানকার এসডিপিও আমাদের বলছেন আইনগত ভাবে চারজন যেতে পারে ১৪৪ ধারা থাকলে কিন্তু আমরা আপনাদের যেতে দেবো না। কথা না শুনলে ছুড়ে ফেলে দেবো। পুলিশের এই কথায় স্পষ্ট হয়ে যাচ্ছে এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে।”