Home Bengal বিতর্ককে জড়িয়ে তিনি বাঁচতে চেয়েছিলেন! এক নজরে দেখে নিন পুনমের বাস্তবিক জীবন

বিতর্ককে জড়িয়ে তিনি বাঁচতে চেয়েছিলেন! এক নজরে দেখে নিন পুনমের বাস্তবিক জীবন

by Sushama
27 views

মহানগর ডেস্কঃ ক্যানসার রোগে মৃত্যু হল বিতর্কিত মডেল পুনম পান্ডের। মাত্র ৩২ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেত্রী। জীবনভর বিতর্কে জড়িয়ে লাইমলাইটে এসেছিলেন পুনম! জানেন তার জীবনের কয়েকটি বিতর্কিত অধ্যায়? দেখে নিন।

রক্ষনশীল ব্রাম্ভন পরিবারের মেয়ে পুনম।বেশ অল্প বয়সেই মুম্বই চলে আসেন পুনম পান্ডে। মডেলিং দিয়ে শুরু করেন কেরিয়ার। বলিউডে অভিষেক হয় ২০১৩ সালে। তেমন ভাবে প্রভাব ফেলতে পারেননি বড় পর্দায়। ধীরে ধীরে নীল ছবির জগতে নিজের দাপট বাড়াতে শুরু করেন। ক্রমেই একচ্ছত্র আধিপত্য কায়েম করেন ভারতের নীল ছবির জগতে। মাত্র ৩২ বছর বয়সের ক্যানসার কেড়ে নিল পুনমের প্রাণ। তবে এই কয়েক বছরে ভালই চর্চায় ছিলেন তিনি। বার বার বিতর্কে জড়িয়েছেন তিনি।

▪️তার মধ্যে ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। সেই সময় পুনম জানিয়েছিলেন, ভারত বিশ্বকাপ জিতলে প্রকাশ্যে জামাকাপড় খুলে ছবি দেবেন তিনি। লক্ষ লক্ষ অনুরাগী সেই অপেক্ষায় ছিলেন। সে বছর ভারত বিশ্বকাপ জিতলেও শেষমেশ নিজের কথা রাখেননি পুনম। কারণ অবশ্য অজানা। বরং বিতর্কিত মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছিলেন।

▪️২০২০ সালের জুলাই মাসে স্যাম বোম্বের সঙ্গে পুনম বাগদান সারেন। সে বছরই সেপ্টেম্বরে তাঁদের চারহাত এক হয়। সেপ্টেম্বর মাসেই গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন। দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন তিনি। সে বারও স্যামকে গ্রেফতার করা হয়।

▪️এছাড়াও ২০২২ সালে একতা কপূর প্রযোজিত রিয়্যালিটি শো ‘লক আপ’-এ অংশ নেন পুনম। কিন্তু তাঁর আগে বাস্তবে শ্রীঘর ঘোরা হয়ে গিয়েছিল তাঁর। তাও আবার করোনাবিধি ভঙ্গ করার জন্য। সব মিলিয়ে জীবনভর বিতর্ক পিছু ছাড়েনি পুনমের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved