Home Bengal গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার প্রমোটার, দায়ের গাফিলতির অভিযোগ

গার্ডেনরিচ কাণ্ডে গ্রেফতার প্রমোটার, দায়ের গাফিলতির অভিযোগ

ধৃত প্রমোটারের নাম মহম্মদ ওয়াসিম।

by Pallabi Sanyal
28 views

মহানগর ডেস্ক : গার্ডেনরিচে বেআইনি বহুতল ভেঙে ঘটা দুর্ঘটনার গ্রেফতার প্রমোটার। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আশঙ্কাজনক ৬। ধৃত প্রমোটারের নাম মহম্মদ ওয়াসিম। গার্ডেনরিচ থানার পুলিশ ধৃত প্রমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।গার্ডেনরিচ থানার পুলিশ ধৃত প্রমোটারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করেছে। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, অবৈধ নির্মাণের জন্য কেএমসি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে।

জলাশয় ভরাট করে বহুতল নির্মাণের ঘটনা দিন দিন বাড়ছে। আর তার জেরেই ভেঙে পড়ছে বহুতলগুলি। পুলিশ সূত্রে জানা জানা যাচ্ছে, গার্ডেনরিচে যে জায়গায় ওই বহুতলটি নির্মাণ হয়েছিল সেখানেও আগে পুকুর ছিল। দুর্ঘটনা ঘটা মাত্রই ছুটে যান মেয়র থেকে মুখ্যমন্ত্রী। যান দমকলমন্ত্রীও। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অভিযুক্ত প্রমোটারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তারপরই গ্রেফতার। ধৃত পুলিশি জেরায় জানিয়েছে, ২ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন ছিল। এরপর আরো চারটি তলা নির্মাণের পরে ভার সামলাতে না পেরেই কার্যত বহুতলটি ভেঙে পড়েছে। নিম্ন সামগ্রী দিয়ে নির্মাণের বিষয়টিও ভাবাচ্ছে।

প্রসঙ্গত, পুরএলাকাগুলিতে নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু আইন মেনে চলতে হয়। সেক্ষেত্রে এই ভবন নির্মাণের ক্ষেত্রে সব কটি আইনি পদক্ষেপ মান্য করা হয়েছিল কিনা, ভবনের নকসা অর্থাৎ প্ল্যানের ক্ষেত্রেও অনুমোদন নেওয়া হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।যদি অনুমোদন ছাড়াই ভবনটি নির্মীত হয়ে থাকে, তাহলেও তার পিছনে কার হাত রয়েছে, সেই বিষয়টিও তলিয়ে দেখছেন তদন্তকারীরা।

 

You may also like