Home Bengal চালু হতে চলেছে ‘প্রমোশন নীতি’, পুজোর মুখে বিশাল সুখবর স্কুল শিক্ষকদের জন্য

চালু হতে চলেছে ‘প্রমোশন নীতি’, পুজোর মুখে বিশাল সুখবর স্কুল শিক্ষকদের জন্য

by Mahanagar Desk
1 views

 

মহানগর ডেস্ক: রাজ্য সরকারি কর্মীরা ডিএ ইস্যুতে বহুমাস থেকে আন্দোলন চালাচ্ছেন।বিগত সময়ে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে একাধিকবার অসন্তোষের খবর সামনে এসেছে।রাস্তায় নেমে মিছিল বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবিতে অনড় তারা। এই DA নিয়ে শীর্ষ আদালতে চলছে মামলা। আবার অন্যদিকে শিক্ষকদের অসন্তোষ তো আরও তুঙ্গে।

এসবের মধ্যেই বড় খবর রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের জন্য। রাজ্য সরকার এবার তৈরি করতে চলেছে তাঁদের জন্য বিশেষ প্রমোশন নীতি।এখন থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্যও থাকবে ‘প্রমোশন নীতি’। রাজ্য সরকার এ বার স্কুল শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষিকাদের জন্য ‘‘প্রমোশন নীতি’’ তৈরি করতে চলেছে। সরকারি এবং সরকারি নিয়ন্ত্রিত স্কুলগুলিতে শিক্ষক, শিক্ষিকা বা প্রধান শিক্ষকদের জন্য কর্মজীবনে প্রমোশন নীতি ঠিক কি হবে, তা ঠিক করার জন্য গঠিত হয়েছে ছয়’সদস্যের কমিটি।

পাশাপাশি, এর ফলে শিক্ষক ও শিক্ষিকাদের একাধিক ক্ষেত্রে অনেকটাই লাভ হতে পারে বলেও মনে করা হচ্ছে৷অর্থাৎ,শিক্ষক-শিক্ষিকাদের জন্য পুজোর আগেই এলো বিশাল বড় খবর।তবে,কবে এই নিয়ম কার্যকর করা হয়, সেটাই দেখার৷উল্লেখ্য,রাজ্য সরকার বিস্তারিত দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কবে এই নিয়ম কার্যকর হবে সেই বিষয়ে।

তবে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তার মধ্যেই এই খবর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে৷ইতিমধ্যেই,এই প্রমোশন নীতি চালু আছে কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাদের মধ্যে।এবার সেটিই কার্যকর করা হবে৷ অর্থাৎ,এই প্রমোশন দেওয়া হবে স্কুলের শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষকদের কর্মজীবনেই।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved