Home Bengal বিদ্যুৎ সংকটে নাজেহাল বঙ্গবাসী, ধরনায় বসার হুমকি শুভেন্দুর

বিদ্যুৎ সংকটে নাজেহাল বঙ্গবাসী, ধরনায় বসার হুমকি শুভেন্দুর

by Shreya Maji
0 views

মহানগর ডেস্ক: তীব্র গরমে হাসফাঁস করছে বঙ্গবাসী। ফিরে এসেছে ভ্যাপসা গরম।আর তার ওপর রাজ্য জুড়ে শুরু হয়েছে বিদ্যুৎ সঙ্কট।জনজীবন জেলায় জেলায় লোডশেডিংয়ের দাপটে অতিষ্ঠ। আর তা নিয়েই এবার জনসমক্ষে মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শুধু মুখই খুললেন না দিলেন বড়সড় হুঁশিয়ারি।

শুভেন্দু অধিকারী বলেন,দু’দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধরনায় বসবেন তিনি। বিরোধী দলনেতা এক্স হ্যান্ডেলে লেখেন, ‘দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধরনায় দেখতে পাবেন।’

এক্স হ্যান্ডেলে শুভেন্দু (Suvendu Adhikari)আরও লেখেন, ‘পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট।’  প্রসঙ্গত, গত কয়েকদিনে রাজ্যে যেভাবে বিদ্যুৎ যাচ্ছে তাতে বিরক্ত হয়ে উঠেছে বাংলার মানুষ। দীর্ঘ সময়  ধরে বিদ্যুৎ না থাকায় এই প্রবল গরমে প্রাণ যাওয়ার অবস্থা। বিদ্যুৎ বণ্টন সংস্থাকে সকলেই এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved