Home Bengal Kanchenjunga Express: অভিভাবকহীন রেল! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ মমতার

Kanchenjunga Express: অভিভাবকহীন রেল! কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ মমতার

এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বাইরে দাঁড়িয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী।

by Sulekha
21 views

মহানগর ডেস্ক: “অভিভাবকহীন রেল!” এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বাইরে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় কেন্দ্রকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, “ঢাক ঢোল বাজিয়ে শুধুই প্রচার হচ্ছে। আর কিছু হচ্ছে না। বারংবার অবহেলার মুখে পড়তে হচ্ছে ভারতীয় রেলকে।”

প্রসঙ্গত, সকাল সকাল ভয়াবহ অভিজ্ঞতা। ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যেই মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। পাশাপাশি আহতদেরও সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে চলছে উদ্ধারকার্য। এই পরিস্থিতিতে দুর্ঘটনাগ্রস্ত চারটি বগি বাদ রেখে শিয়ালদহ ফিরছে ওই ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা।

আরও পড়ুন: Kanchanjunga Express: ভয়াবহ অভিজ্ঞতার পর অবশেষে শিয়ালদহ ফিরছে ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা

এদিন বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী উত্তরবঙ্গে পৌঁছে প্রথমেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করেন। এরপরেই হাসপাতাল থেকে বেড়িয়েই তিনি বলেন, “এখন ঢাক ঢোল বাজিয়ে বন্দে ভারতের নামে শুধুই প্রচার হচ্ছে। আর কিছু হচ্ছে না। কিন্তু এখন শুধুই অবহেলার মুখোমুখি হতে হচ্ছে। আমি রেল কর্মীদের পাশে আছি। সব রকমের সাহায্য করার চেষ্টা করব।”

এদিন ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই পৌঁছেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনিও হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে দেখা করেন। এদিন রেলমন্ত্রী জানান, এখন রাজনীতির সময় নয়। আগে আমাদের উদ্ধারকাজে নজর দিতে হবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved