Home Bengal ধেয়ে আসছে দুর্যোগ, বিশ্বকর্মা পুজোতেও বাড়বে বৃষ্টিপাত

ধেয়ে আসছে দুর্যোগ, বিশ্বকর্মা পুজোতেও বাড়বে বৃষ্টিপাত

by Mahanagar Desk
4 views

মহানগর ডেস্ক : দুর্গাপূজা যত এগিয়ে আসছে ততই যেন বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝেমধ্যেই হালকা থেকে ভারি বৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশ ভালোই হচ্ছে বৃষ্টি। তবে আলিপুরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার থেকে আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।

তবে সোমবার থেকে আবার বাড়তে পারে বৃষ্টি। এদিকে ওদিন আবার বিশ্বকর্মা পুজোও রয়েছে। ফলে বিশ্বকর্মা পুজোর দিনটিও বৃষ্টিতে ভাসার সম্ভাবনা থেকে যাচ্ছে।বিশেষ করে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে, উত্তর ২৪ পরগনায়, দক্ষিণ ২৪ পরগনায়, হাওড়ায় ও হুগলিতে সারাদিন ধরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সকালে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সব জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সোমবার থেকে ফের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে জানানো হয়েছে যে এদিন উত্তরের ৫ জেলাতে ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এদিন ও সোমবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। আবার পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভবনা রয়েছে।

You may also like