মহানগর ডেস্ক: পার করে ফেললেন ৪৮ টি বসন্ত। দুই সন্তানের পিতা তিনি। রাজ চক্রবর্তীর(Raj Chakraborty)জন্মদিনে বিশেষ শুভেচ্ছা শুভশ্রী গাঙ্গুলির(Suvoshree Ganguly)। ২১ ফেব্রুয়ারি ৪৯ বছরে পা দিলেন পরিচালক। বাবলি নিয়ে চরম ব্যস্ততা এখন। তাঁর জন্মদিন উপলক্ষে এদিন ঘরোয়া সেলিব্রেশনের আয়োজন বাবলির সেটেই করা হয়েছিল। সেখানেই কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি। সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রীর। প্রিয় সঙ্গীর জন্মদিন বলে কথা। এই বিশেষ দিনে পর্দার ‘বাবলি’ তাঁকে কী উপহার দিলেন?
‘আমার স্নোম্যান, আমার স্পাইডারম্যান, সুপারম্যান, ব্যাটম্যান এবং সব থেকে ভালো একজন মানুষ। আমি তোমায় খুব খুব ভালোবাসি। শুভ জন্মদিন।’ ঠিক এভাবেই বরের প্রতি ভালোবাসা উজার করেছেন নায়িকা। নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন একাধিক ভিডিও ও ছবির কোলাজ। ছেলে, মেয়ে সাথে বিয়ের ছবি, রয়েছে একাধিক মধু মাখা স্মৃতি। মূহুর্ত বন্দী একাধিক ছবিতে রাজের বিশেষ ভালোবাসা প্রকাশ বউ এর।
এখানেই শেষ নয়। এরপরও ছিল আরো চমক। বউ এর আদর মাখা সুগন্ধি পেয়েছেন রাজ। উপহার হিসেবে এটাই নাকি প্রতি বছর দিয়ে আসছেন রাজ ঘরনী। একদিকে চলছে বাবলির শ্যুটিং। আরেকদিকে তিনি জনপ্রতিনিধি। ফলে দুই দিকের কাজের চাপ এখন যথেষ্ট। এক সাক্ষাৎকারে রাজ জানান শত ব্যস্ততার মাঝেই কাটছে দিন। সামনেই নির্বাচন তাই এখন একদম হতে সময় কম। তারপর বিগ বাজেটের প্রজেক্ট। সব মিলিয়ে কাজের সাথে পরিবার। জন্মদিনটা বেশ যাচ্ছে। এখন বেশ রাত করেই বাড়ি ফেরেন তিনি। কাজের পর বাড়ি ফিরে যেটুকু সময় থাকে সেটা পুরোটাই দেবেন তাঁর দুই সন্তান ইউভান এবং ইয়ালিনির সঙ্গে।