Home Bengal ৭২ ঘন্টা! পেরলো না বোস-কুণালের ডেডলাইন, নতুন ভোর বাংলায়

৭২ ঘন্টা! পেরলো না বোস-কুণালের ডেডলাইন, নতুন ভোর বাংলায়

সন্দেশখালির রিপোর্ট চেয়ে মঙ্গলবার শাহজাহানের গ্রেফতারির সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

by Pallabi Sanyal
21 views

মহানগর ডেস্ক : একদিকে ৭২ ঘন্টা ডেডলাইন দিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, অন্যদিকে, সাত দিনের মধ্যেই সন্দেশখালির মূল অভিযুক্ত শেক শাহজাহান গ্রেফতার হবেন বলে দাবি করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। রাজ্যপালের ডেডলাইন আর কুণালের দাবি মতোই যথা সময়ে গ্রেফতার করা হল সন্দেশখালির বেতাজ বাদশাকে।

প্রসঙ্গত, সন্দেশখালির রিপোর্ট চেয়ে মঙ্গলবার শাহজাহানের গ্রেফতারির সময়সীমা বেঁধে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একাধিক প্রশ্ন তুলে স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিলেন। বোস বলেছিলেন,
এদিন রাজ্যপাল বলেন, ‘আমি আপনাদের বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো থাকবে। এটাই গণতন্ত্র। আমরা অপেক্ষা করেছিলাম কিন্তু তা করা হয়েছে। এটি প্রত্যেকের জন্য একটি শিক্ষা। এখন, আসুন আশা করি আইনের শাসনের একটি নতুন ভোর ফিরে আসবে বাংলায়। আমি আনন্দিত যে ভাল জিনিস ঘটছে।’

উল্লেখ্য, সন্দেশালিতে জনরোষ আছড়ে পড়তেই ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বোস।রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছিলেন শাহজাহানের গ্রেফতারির বিষয়ে।দীর্ঘ ৫৫ দিন পর শাহজাহানকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, তৃণমূল নেতাকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved