Home Bengal “সন্দেশখালির ঘটনা মানবতার লজ্জা, মমতা দিদির মমতা কোথায় গেল”, মমতাকে বিঁধলেন রাজনাথ

“সন্দেশখালির ঘটনা মানবতার লজ্জা, মমতা দিদির মমতা কোথায় গেল”, মমতাকে বিঁধলেন রাজনাথ

by Mahanagar Desk
24 views

মহানগর ডেস্ক : গত জানুয়ারির ৫ তারিখ  থেকে সন্দেশখালি কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। রবিবার মুর্শিদাবাদের জলঙ্গিতে ভোট প্রচারে এসে সেই সন্দেশখালি ইস্যুতেই তৃণমূলকে নিশানা করলেন রাজনাথ সিংহ। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী। বলেন, “সন্দেশখালির ঘটনা মানবতার জন্য লজ্জা, মমতা দিদির মমতা কোথায় গেল?”

ইতিমধ্যে রাজ্যের দ্বিতীয় দফার দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে কেন্দ্রে ভোটের জন্য জোর কদমে প্রচার শুরু করেছে শাসক-বিরোধী শিবির। রবিবার গরমের সঙ্গেই রয়েছে বাংলায় হাইভোল্টেজ রাজনীতির উত্তাপও। এদিন জলঙ্গিতে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আগামী শুক্রবার, ৩৬ এপ্রিল দেশ জুড়ে দ্বিতীয় দফার লোকসভা ভোট।

বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন রাজনাথ কিছু প্রশ্ন তুলে বলেন, “চৈতন্যদেব, সুভাষচন্দ্রের বাংলা মমতার জমানায় এসে কী হল!” বিজেপি এই শীর্ষ  নেতার মতে, “পুরো বাংলা জুড়ে অরাজকতার পরিবেশ চলছে। এখন সাম্প্রদায়িকতার জন্য নাম উঠে আসছে বাংলার। নামেই উনি মমতা, বাংলার মানুষের দু:খ দেখেন না। বাংলার এখন আইন শৃঙ্খলা বলে কিছু নেই।”

সন্দেশখালির ঘটনা নিয়ে এদিন রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় নিশানা করেন রাজনাথ সিং। একইসঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশখালির মতো ঘটনা ঘটবে না বলে বার্তা দেন তিনি। প্রতিরক্ষামন্ত্রীর কথায়, “পশ্চিমবঙ্গে এবার বিজেপির পতাকা উড়তে দিন। আশ্বস্ত করছি, এমন কেউ জন্মায়নি যে সন্দেশখালির মতো ঘটনা আর ঘটাতে পারবে।”
উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর পর এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্বিতীয় দফার ভোটের আগেই উত্তরবঙ্গে প্রচারে আসছেন বলে বিজেপি সূত্রে খবর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved