মহানগর ডেস্কঃ সন্দেশখালি কাণ্ড যে শুধু বাংলায় আলোড়ন সৃষ্টি করেছে তা নয়, সন্দেশখালির ঘটনায় তোলপাড় গোটা দেশ। একের পর এক দুর্নীতির আর নারী নির্যাতন সহ জমি, ভেড় লুঠের অভিযোগে অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার কয়েকজন সাকরেদ। সন্দেশখালির মহিলারা মুখ খোলার পর সন্দেশখালি নাম এখন প্রতি ঘরে ঘরে আলোচিত হচ্ছে। অভিযোগ তৃণমূল শাসনে বা রাজত্বে আসার পর থেকে সেখানে নারী-পুরুষ বিভিন্নরকম ভাবে দীর্ঘবছর ধরে অত্যাচারিত হয়েছেন। আর এই সব কিছু উঠে এসেছে শাহাজাহান এর দুর্নীতি ধরপাকড় করতে গিয়ে, একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তৃণমূল নেতা, সন্দেশখালির বাদশা বলে যে নিজেকে মনে করতো সেই শাহজাহানের বিরুদ্ধে এলাকায় জমি দখল করা থেকে শুরু করে, নারীদের যৌন নির্যাতন, শ্রমিকদের টাকা না দিয়ে খাটানো, খুন, মারধর, রেশন দুর্নীতির মতো অজস্র অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। সুন্দরবনের সন্দেশখালি দ্বীপ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে মিনাখান এলাকা থেকে ২৯ ফেব্রুয়ারি সন্দেশখালির বাঘ মূল অভিযুক্ত শাহজাহান কে গ্রেফতার করা হয়। এবার এই “সন্দেশখালির ঘটনা” দেখা যাবে বড় পর্দায়।
টানা ৫৫দিন পর, অর্থাৎ শাহজাহান এর বাড়িতে ৫ জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসারদের অভিযানের সময়, তাদের উপর হামলার ঘটনার ন্যায় বিচার পাওয়া গেল। তাঁকে গ্রেফতার করার পর রাজ্য-রাজনীতি মহল-সাধারণ মানুষ কিছুটা শান্ত হয়েছেন। সব যখন শান্তর পথে তখনই গতকাল অর্থাৎ ৮মার্চ শুক্রবার এক্স হ্যান্ডেলের মাধ্যমে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানান, “পারিন মাল্টিমিডিয়ার তরফে জানানো হচ্ছে, সন্দেশখালির বীভৎসতা নিয়ে একটি ছবি আসতে চলেছে। যদিও সেই ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সুমিত চৌধুরী। ২০২৫ সালে এই ছবি মুক্তি পাবে।”
সিনেমাটি প্রযোজনা করবেন সুমিত চৌধুরী এবং কেওয়াল শেঠি। পরিচালনা করবেন সৌরদাব তেওয়ারি । সিনেমাটির কাজ, চলতি বছরের ২০২৪ সালের আগস্ট থেকে শুরু হবে। ২০২৫ সালে এই ছবি মুক্তি পাবে।
জানা যাচ্ছে, সিনেমার কাস্ট ইতিমধ্যেই ঠিক করে ফেলা হয়েগেছে। কিন্তু কারা কারা এই ছবিতে অভিনয় করছেন, সেই সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। বিশেষ করে শাহাজাহান এর চরিত্রে কে অভিনয় করবেন এটি জানতে অনেকে উৎসুক হলেও জানা যায়নি এই চরিত্রে অভিনয় আসলে কে করছেন।