মহানগর ডেস্ক: মর্মান্তিক র্ঘটনা । বোমা ফেটে বিস্ফোরণে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রের। মৃত ছাত্রের নাম মুকলেসুর রহমান। বয়স সাত বছর। মুর্শিদাবাদের দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামে ঘটেছে ঘটনাটি। মৃত স্কুল ছাত্রের গোটা পরিবার-সহ এলাকাবাসী ঘটনায় শোকস্তব্ধ। এই ধরনের ঘটনা নতুন নয় বাংলায় এই ধরনের ঘটনা আগেও বহুবার ঘটেছে। আর কত মৃত্যু হবে এইভাবে এই প্রশ্নই এখন সকলের মধ্যে।
সূত্রের খবরে জানা গিয়েছে, দৌলতাবাদের চোঁয়াডাঙ্গা গ্ৰামের প্রাইমারি স্কুলের ছাত্র সে। এদিনও অন্যান্য দিনের মতো সে স্কুলে যায়।স্কুলের আশেপাশে ছোটাছুটি করার সময় দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পর একটি গোলাকার বস্তু কুড়িয়ে পায়। হাতে করে নিয়ে বল ভেবে একটি দেওয়ালে ছুড়ে মারতেই বিস্ফোরণ ঘটে যায়। তাতেই শিশুটির প্রাণ যায়। গোটা এলাকা কেঁপে ওঠে ভয়াবহ শব্দে।
এদিকে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা বিকট আওয়াজ শুনতে পেয়ে। দেখতে পান শিশুটি ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুকলেসুর রহমানের পরিবারের লোকজন ভেঙে পড়েন কান্নায়। দৌলতাবাদ থানায় খবর দেওয়া হয় তড়িঘড়ি। এরপর তাকে উদ্ধার করে পুলিশ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাঠায়। সেখানে তাকে মৃত বলে ঘোষনা করেন চিকিৎসকরা।গোটা এলাকায় ঘটনার পরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।