Home Bengal ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র হাতে

ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এনআইএ-র হাতে

by Mahanagar Desk
48 views

মহানগর ডেস্ক : ভূপতিনগর বিস্ফেরণকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য এনআইএ সূত্রে জানা যাচ্ছে। তদন্তকারী সংস্থার দানি, এই ঘটনায় ধৃত দুই তৃণমূলে নেতা বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা কারও নামনগোপন করছেন। এনআইএ-র দাবি ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে ধৃত দুই তৃণমূল নেতাকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য তাদের হাতে এসেছে। বিস্ফোরণের সময় পুলিশ দেখিয়েছে সাড়ে আটটা, এনআইএ তদন্ত করে জানতে পেরেছে বিস্ফোরণ হয়েছে সকাল ১০টায়। তাহলে পুলিশ কেন বিস্ফোরণের সময় এগিয়ে দেখালো? এনআইএ-র দাবি, বিস্ফোরণে মৃত দুই জনের মধ্য ৯টা নাগাদ কথা হয়েছে, সেই প্রামাণও এনআইএ-র হাতে আছে। এনআইএ তদন্তকারীরা বলছেন, সাড়ে আটটায় বিস্ফোরণ হলে কি করে বিস্ফোরণে মৃত দু’জন টেলিফোনে সকাল ৯টায় কথা বলেন?

এনআইএ-র দাবি ভূপতিনগর বিস্ফোরণের আগে ওই রাজনৈতিক দলের দসদ্যরা একটি মিটিং করে। এই মিটিংয়ে বিস্ফোরক নিয়ে আলোচনা হয়েছিল কি না সেটাও তদন্তকারীরা জানার চেষ্টা করছে। তবে ধৃত দুই তৃণমূল নেতা জেরায় স্বীকার করেছে বিস্ফোরণ হয়েছে সকাল ১০টা নাগাদ। তবে তারা যেটা বলছে না সেটা হচ্ছে এই ঘটনায় জড়িত অন্য এক নেতার নাম, এমনটাই দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
এখন দেখার ধৃত দুই তৃণমূল নেতা এনআইএ-র জেরায় শেষ পর্যন্ত বিস্ফোরণ সংক্রান্ত তথ্য প্রাকাশ করে কি না।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved