Home Bengal বৃষ্টির আবহে দিঘাগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,  আহত একাধিক শিশু সহ যাত্রী

বৃষ্টির আবহে দিঘাগামী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ,  আহত একাধিক শিশু সহ যাত্রী

by Mahanagar Desk
128 views

মহানগর ডেস্কঃ সকাল থেকে বৃষ্টি সকলকে অতিষ্ট করে দিয়েছে আর এরই মধ্যে  ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। কলকাতা থেকে দিঘার উদ্দেশ্যে একটি বাস যাচ্ছিল, যাওয়ার পথে দিঘাগামী বাসটির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন একাধিক বাসযাত্রী ও শিশু। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নিয়ে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে ভর্তি করেন। পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছয় বলেই অভিযোগ উঠেছে।

এই ঘটনাটি আজ ২০মার্চ সকালে যখন বৃষ্টি পড়ছে, তখন ললাট জনকা রোডের, আড়গোয়াল বাস স্ট‍্যান্ডের কাছে ঘটেছে। যাত্রীবাহী বাসটি হাওড়া থেকে দিঘার দিকে যাচ্ছিল, এমন সময়ে একটি ট্রাক আড়গোয়াল বাজারের কাছে আচমকাই সামনে চলে আসে, মুখোমুখি ধাক্কা মারে। এত জোরে সংঘর্ষ হয় । গাড়ির ক্ষতি হওয়ার পাশাপাশি যাত্রীদেরও চোট লাগে। লরি আর বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ার দরুণ শিশু সহ মহিলা-পুরুষ যাত্রী আহত হয়েছেন।  এলাকার স্থানীয়দের দাবি, দিঘা যাওয়ার পথে বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগায় বাসটি ক্ষতিগ্রস্ত হয় । এই ঘটনা ঘটামাত্র এলাকাবাসীরা ছুটে আসেন। তারমধ্যেই ওই বাস থেকে নেমে আসার চেষ্টা করতে থাকেন একাধিক যাত্রী। স্থানীয় লোকজন বাস থেকে যাত্রীদের বের হতে সাহায্য করেন, যারা আহত হয়েছেন, সেই সব যাত্রীদের উদ্ধার করে নিকট হাসপাতালে ভর্তি করেছেন তাঁরাই। দুর্ঘটনার খবর পুলিশ কে দেওয়া হলেও, পটাশপুর থানার পুলিশ ঘটনাস্থলে অনেকক্ষণ পর আসে।

স্থানীয়দের অভিযোগ ‘নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ান সম্ভব হত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জাতীয় সড়ক ও রাজ্য সড়ক এমনকি গ্রামীণ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সপ্তাহের ছুটির দিন সোমবার তমলুকের কাকগেছিয়ার কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে বাস দুর্ঘটনার কবলে পড়ে। এই দিন সকালে পটাশপুর থানা এলাকায় ফের বাস দুর্ঘটনা।’ এই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল পটাশপুর থানার অন্তর্গত কাকগেছিয়ায় দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা ও স্থানীয় বাদিন্দারা।
দুর্ঘটনা আটকাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ তৎপর হওয়া সত্ত্বেও দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ নিত্যযাত্রীরা বা মানুষজন। কবে এড়ানো যাবে এই দুর্ঘটনা -এক্সিডেন্ট তা নিয়ে উঠেছে প্রশ্ন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved