Home Bengal চলছে সিগন্যালিং এর কাজ, বাতিল একাধিক উত্তরগামী ট্রেন! তালিকায় কী কী

চলছে সিগন্যালিং এর কাজ, বাতিল একাধিক উত্তরগামী ট্রেন! তালিকায় কী কী

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক : রেলযাত্রীদের জন্য বড়সড় আপডেট । একাধিক লোকাল-সহ এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য রয়েছে বড় খবর। ১৫৭১৯/১৫৭২০ (কাটিহার-শিলিগুড়ি জং.-কাটিহার) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৪৬৪/১৫৪৬৩ (শিলিগুড়ি জং.-বালুরঘাট-শিলিগুড়ি জং.) ইন্টারসিটি এক্সপ্রেস, ট্রেন নং. ০৭৫০৭ (রাধিকাপুর-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশ্যাল এবং ট্রেন নং. ০৭৫১৯ (মালদহ কোর্ট-শিলিগুড়ি জং.) ডেমু স্পেশ্যাল বাতিল থাকছে। মূলতনন ইন্টারলকিং ও প্রি-নন ইন্টারলকিং কাজ এবং চাংসারি ও নিউ বঙ্গাইগাঁও স্টেশনের মধ্যে নির্মাণ কাজের নিরিখে ট্রেন চলাচল বন্ধ থাকছে। এছাড়াও কাটিহার ডিভিশনের অধীনে আলুয়াবাড়ি রোড এবং মঙ্গুরজানে ডাবল লাইন সেকশনে অটোমেটিক ব্লক সিগনালিং চালু করার কাজের সুবিধার্থে এই ট্রেন চলাচলকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল কর্তৃপক্ষের তরফ থেকে। ট্রেন চলাচল বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবে যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে।৩০ সেপ্টেম্বর ও ১৪ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২৫১২ (কামাখ্যা-লোকমান্য তিলক) এক্সপ্রেস এবং ০৩ ও ১৭ অক্টোবর, ২০২৩ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২৫১১ (লোকমান্য তিলক-কামাখ্যা) এক্সপ্রেস বাতিল থাকবে। ট্রেনগুলির গতিপথ ও পরিবর্তন করা হয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved