Home Bengal ১১,৩০০! বাড়লো অ্যাডহক বোনাস, ভোটের মুখে রাজ্যের মাস্টার স্ট্রোক

১১,৩০০! বাড়লো অ্যাডহক বোনাস, ভোটের মুখে রাজ্যের মাস্টার স্ট্রোক

অ্যাডহক বোনাস বাড়লো রাজ্য সরকারি কর্মীদের।

by Pallabi Sanyal
137 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচন আসন্ন। তার আগেই মাস্টার স্ট্রোক রাজ্যের। অ্যাডহক বোনাস বাড়লো রাজ্য সরকারি কর্মীদের। নবান্নের সিদ্ধান্তে আরো ৬,০০০ টাকা বাড়লো অ্যাডহক বোনাস। এতদিন পর্যন্ত সরকারি কর্মীদের অ্যাডহক বোনাস ছিল ৫৩০০ টাকা। ফলে অ্য়াডহক বোনাস বেড়ে দাঁড়ালো ১১,৩০০ টাকা।যাঁদের মাসিক বেতন ৪২ হাজার টাকার মধ্যে তাঁরা এই সুবিধা পাবেন।

নবান্ন সূত্রে খবর, গ্রুপ-এ-র কর্মীরা বোনাস পাবেন না।যে সমস্ত গ্রুপ বি এবং সিরা অনেকদিন থেকে চাকরি করছেন এবং যাঁদের মাইনে বেড়ে ৪২০০০ পার করেছে তাঁরাও এই অ্যাডহক বোনাস পাবেন না। এর আগে বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য। এরপর াড়ছে অ্যাডহক বোনাস। ফলে মুখে হাসি সরকারি কর্মীদের।

উল্লেখ্য, গত ২০২৩ সালে এপ্রিল মাসে রাজ্যের হাজার হাজার কর্মীদের অ্যাকাউন্টে ঢুকেছিল অ্যাডহক বোনাস। সরকারি কর্মীদের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, শিলিগুড়ি মহকুমা পর্ষদ, জিটিএ এবং ডিআরডিসি-তে কর্মরত মুসলিম কর্মীরা মাথাপিছু ৫ হাজার ৩০০ টাকা করে অ্যাডহক বোনাস পেয়ে থাকেন। এর আগে এই বোনাসের অঙ্ক ছিল ৪ হাজার ৮০০। তারপর তা ৫০০ টাকা বাড়ানো হয়।

You may also like