Home Bengal সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে ধর্না তৃণমূল কাউন্সিলরের! বাড়ছে ক্ষোভ

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে ধর্না তৃণমূল কাউন্সিলরের! বাড়ছে ক্ষোভ

কাউন্সিলরের মান ভঞ্জনের জন্য সুদীপ প্রতিনিধি পাঠালেও তাতে গলেনি বরফ।

by Pallabi Sanyal
59 views

মহানগর ডেস্ক : উত্তর কলকাতায় তৃণমূল গত বারের মতো এবারেও ভরসা রেখেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ওপর। আর নির্বাচন যতই এগিয়ে আসছে, সুদীপের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। ক্ষুব্ধ দলেরই লোকজন। লোকসভা নির্বাচনে প্রার্থী হিসাবে নাম ঘোষণার আগে থেকে সুদীপের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন অনেকে। কুণাল ঘোষ, তাপস রায়কে দেখা গিয়েছিল সরব হতে। এরমধ্যে তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে সুদীপের বিরুদ্ধে লড়াইয়ের টিকিটও পেয়ে গিয়েছেন। অন্যদিকে, কুণালকে সুদীপের সঙ্গে নানা জায়গায় দেখা যাচ্ছে। কখনও ইফতার পার্টিতে, কখনও বাড়িতে। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের বিরুদ্ধে কাজে বাঁধা দেওয়ার অভিযোগ আনলেন কলকাতা পুরসভা ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়। তবে কী, তৃণমূলের কোনদল প্রকাশ্যে! সুবোধ মল্লিক স্কোয়ারে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কার্যালয়ে তিনি ধর্নায় বসেছেন কাউন্সিলর। নির্বাচনী মরশুমে এহেন ঘটনায় তৃণমূলের চাপ বাড়ছে বলেই মনে করছে বিরোধী শিবির।

বিষয়টি নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন ওই কাউন্সিলর। তার বক্তব্য, ”আমি পুরপ্রতিনিধি। অথচ আমাকে কোনও কাজ করতে দেওয়া হয় না। এটাই তো সবথেকে বড় যন্ত্রণার। তাই এখানে বসা। ওয়ার্ডের কয়েকজন নিজেদের পুরপ্রতিনিধি মনে করছেন। ভাবছেন তাঁরাই পরিষেবা দেবেন। প্রকাশ্যে বলছেন, পুরপ্রতিনিধিকে লাগবে না। আপনার যা দরকার বিধায়ক করবেন, বোরো চেয়ারপার্সন করবেন।”

কাউন্সিলরের মান ভঞ্জনের জন্য সুদীপ প্রতিনিধি পাঠালেও তাতে গলেনি বরফ। সমস্যার সমাধান হয়নি বলে দাবি কাউন্সিলরের। যতক্ষণ না তাঁর দাবি মিটছে তিনি ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কাউন্সিলর।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved