মহানগর ডেস্কঃ নতুন বছরের শুরুতে একের পর এক খারাপ খবর টলি পাড়ায়। মাতৃহারা হলেন আরও এক টলি নায়িকা। নিজের মায়ের ছবি শেয়ার করে মন ভাঙা খবর জানালেন সামাজিক মাধ্যমে। মাতৃ বিয়োগ সুদীপা চট্টোপাধ্যায়ের। কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী। দিপালী চট্টোপাধ্যায়ের প্রয়াণে একরাশ মন খারাপ নেট পাড়ায়। অভিনেত্রী পার্নো মিত্রের মাতৃ বিয়োগের পর ফের বিস্ফোরক খবর সুদীপার।(sudipa chatterjee)
২০২৩ এর শেষের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রীর মা। সেই সময় মা এর ছবি দিয়ে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছিলেন অনুগামীদের মধ্যে। জানিয়েছিলেন ভয়ঙ্কর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন দিপালী দেবী। এমনকি সকলের প্রার্থনা ভিক্ষাও করেছিলেন অভিনেত্রী। সকলের প্রার্থনাতেও শেষ রক্ষা হল না। মন খারাপ করো না সব ঠিক হয়ে যাবে যেন সান্তনা বাণী হয়ে রয়ে গেল। সকলকে কাঁদিয়ে চলে গেলেন।
মায়ের একটি মিষ্টি মুখের ছবি সোশ্যালে শেয়ার করে লিখেছেন “যদি থাকি কাছাকাছি- দেখিতে না পাও, ছায়ার মতন,আছি না আছি…” সামনে অনেকগুলি সাদা ফুলের ছবি। আর এই পোস্ট দেখার পর সমবেদনা জানিয়েছেন সুদীপার ইন্ডাস্ট্রির বন্ধুরা সহ অনুরাগীরা। মা যে ছিলেন একমাত্র অনুপ্রেরণা। বিছানা শয্যাতেও মাকে পেয়েছেন। লাইভ শো থেকে টেলিভিশন অনুষ্ঠান সর্বদা উৎসাহ দিয়ে গেছেন। অভিনেত্রীর এই পোস্টে চোখের জল ধরে রাখতে পারছে না কেউ। গত নভেম্বরে মায়ের জন্মদিনে ছবি পোস্ট করে উইশ করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন আর কি কোনোদিন এভাবে চা নিয়ে বসে তোমার সাথে পুরোনো দিনের গল্প হবে মা? গত বছর মে মাস থেকেই ম্যাসিভ সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। শরীর অসার হয়ে পড়ে। তখনই খবরটা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তবে মাকে নিয়ে এর থেকে বেশি কিছু বলতে শোনা যায়নি সুদীপাকে।
https://fb.watch/pIDywu7MMa/