Home Bengal সিএএ-র মাঝেই নতুন ঝড়ের আগমন! আদালতে ছুটলেন শান্তনু

সিএএ-র মাঝেই নতুন ঝড়ের আগমন! আদালতে ছুটলেন শান্তনু

মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে টানাপোড়েন চলছে।

by Pallabi Sanyal
446 views

মহানগর ডেস্ক : একদিকে দেশজুড়ে উঠেছে সিএএ ঝড়, নাগরিকত্ব দেওয়ার না নেওয়ার আইন তা নিয়ে বিরোধী মহলে ক্রমে চড়ছে পারদ। আর এরই মাঝে আদালতে ছুটলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা সাংসদ শান্তনু ঠাকুর। জানা যাচ্ছে, মতুয়া মহাসংঘের দায়িত্ব নিয়ে টানাপোড়েন চলছে। আর তার জেরেই আদালতে শান্তনু।

নাগরিকত্ব জন্মগত অধিকার। তাহলে কেন নতুন করে নাগরিকত্ব নিতে হবে? তাহলে কি এতদিন নাগরিক ছিলেন না তারা, যারা ধর্মীয় নীপিড়নের কারণে এদেশে চলে এসেছলেন? এমনই সব প্রশ্ন উঠেছে সিএএ লাগু হওয়ার পর থেকে। নাগরিকত্ব পেয়ে মতুয়া সমাজেও দেখা গিয়েছল খুশির জোয়ার। এরই মাঝে মতুয়া সম্প্রদায়ের মহাসংঘের দায়িত্ব কার হাতে থাকবে সেই নিয়ে আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মমতাবালা ঠাকুর, শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যার ভিক্তিতে মতুয়া সম্প্রদায়ের ব্যাংক অ্যাকাউন্ট পুলিশ সঙ্গে সঙ্গে সিল করে দেয়। আইনজীবী ময়ূখ মুখোপাধ্যায় মামলার করার অনুমতি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে দ্বারস্থ হন। আগামী বুধবার মামলার শুনানির সম্ভবনা।

সিএএকে ঘিরে কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে মতুয়া ঠাকুর বাড়ি।মতুয়া মহাসংঘের সংঘাধিপতি নিয়ে বিবাদ রয়েছে দীর্ঘদিনের। কিছুদিন আগেই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে একটি বেসরকারি ব্যাঙ্কে বিপুল টাকা জমা করার অভিযোগ তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেখানে ১ কোটি ৪৬ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা জমা করা হয়েছে বলে দাবি করা হয়।

 

You may also like