Home Bengal নজরে জঙ্গল মহলের ৪ আসন, আজ ৩ দিনের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

নজরে জঙ্গল মহলের ৪ আসন, আজ ৩ দিনের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

by Mahanagar Desk
31 views
মহানগর ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার, তিন দিনের জঙ্গলমহল সফরে যাচ্ছেন। তিন জেলায় প্রশাসনিক সভার পাশাপাশি প্রায় আড়াই হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন এবং শিলান্যাস করার কথা তাঁর। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় সভা করবেন। বিকেলে তিনি বাঁকুড়ার মুকুটমণিপুরে পৌঁছবেন। বুধবার বাঁকুড়ার খাতড়ায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভা শেষ করে কলকাতায় ফেরার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এই তিন দিনে মুখ্যমন্ত্রী লক্ষাধিক মানুষের হাতে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা তুলে দেবেন।  ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর রাজনৈতিক ভাবেও বিশেষ গুরুত্বপূর্ণ। জঙ্গলমহলের এই তিনটি জেলার চারটি লোকসভা কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হাত থেকে ওই আসনগুলি ছিনিয়ে নিতে তৃণমূল এখন বদ্ধপরিকর। এর আগে কোভিড পরবর্তী সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন জেলায় প্রশাসনিক সভা শুরু করেছিলেন, তখন তাঁর গুরুত্বের তালিকায় প্রথম জায়গা পেয়েছিল এই জঙ্গলমহল। সম্প্রতি কুর্মি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে নবান্নে একটি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনেছের জঙ্গল মহলের মানুষের ভালোমন্দের কাহিনী।
এদিকে নব জোয়ার যাত্রায় গিয়ে এই জঙ্গল মহলে কুর্মি সম্প্রদায়ের মানুষের প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তখন অভিষেক বলেছিলেন, “আপনারা তো লোকসভা নির্বাচনে আমাদের ভোট দেননি, আমরা কি তার জন্য আপনাদের এলাকায় উন্নয়নের কাজ বন্ধ রেখেছি? রাজ্য সরকারের দেওয়া সামাজিক সুরক্ষা প্রকল্প থেকে কী আপনারা বঞ্চিত হয়েছেন? হননি, কেন জানেন? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালান, তিনি দল দেখে পরিষেবা দেন না।” এবার তৃণমূলের লক্ষ্য লোকসভা নির্বাচনে জঙ্গল মহলের চারটি আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া। সেই লক্ষ্যেই মমতার এই তিন দিনের জঙ্গল মহল সফর বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল।

You may also like