HomeBengalকাটা পড়েছে পা, চোখের জল আটকাতে পারছেন না বিচারপতি

কাটা পড়েছে পা, চোখের জল আটকাতে পারছেন না বিচারপতি

- Advertisement -

ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত এক ছাত্রীর এক পা কাটা পড়েছে বলে সূত্র থেকে জানা গিয়েছে।সেই ছাত্রীকে দেখতে গিয়ে চোখের জল আটকাতে পারেনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।ছাত্রীটি কলেজে পরীক্ষা দিতে যাবার সময় পলতা স্টেশনে উঠতে গিয়ে ট্রেন থেকে পড়ে যায়।

পুলিশ সূত্র থেকে খবর পাওয়া গিয়েছে যে কলেজ পড়ুয়াটির নাম সুনীতা বর্মা।সে হুগলির চাঁপদানির ছাত্রী। সুত্রের খবর ঘটনাটি ঘটার পর ছাত্রীটির একটি পা কাটা পড়েছে।সেই মুহূর্তে তাকে ভর্তি করা হয়েছিল আর জি কর হাসপাতালে।সুনীতা ছোটবেলার মা এবং দুই বছর আগে বাবাকে হারিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।এবার নিজের পা জড়িয়ে খুবই অসহায় অবস্থার সম্মুখীন হয়। সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ছাত্রীটির সাথে দেখা করতে যায়।

সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় সুনীতা এবং পরিবারের পাশে দাঁড়াতে চান।হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে সুনীতার প্রশংসা করতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। বিচারপতি সুনীতা এবং তার পরিবারকে সব রকমের সাহায্যের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

বিচারপতি বলেন যে চিকিৎসা বাবদ যাবতীয় অর্থ দেবার জন্য তিনি প্রস্তুত।তিনি বলেন যে মুখ্যমন্ত্রীও সুনীতার পাশে রয়েছেন।পাশাপাশি প্রস্থেটিক পায়ের ব্যাবস্থা করার আশ্বাস দেন বিচারপতি। সুনীতার পরিবারের তরফ থেকে চাকরির জন্য বলা হলে বিচারপতি এই মুহূর্তে তা সম্ভব নয় বলে জানিয়েছেন।পড়ে সুযোগ বুঝে তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

Most Popular