Home Bengal চিঠি তেই জট খুলবে রেশন দুর্নীতির

চিঠি তেই জট খুলবে রেশন দুর্নীতির

by Mahanagar Desk
30 views

মহানগর ডেস্ক: রেশন দুর্নীতি কান্ডে একের পর এক অভিযোগে বেশ বেকায়দায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। একের পর এক তৃণমূল নেতা ইতিমধ্যে গ্রেফতার হচ্ছে। ঘটনাসূত্রে জানা গেছে প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম এই দুর্নীতির সাথে সরাসরি যুক্ত। একই সাথে আরও দুটো নাম বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে ইডি সুত্রে। তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত সন্দেশখালির তৃনমূল নেতা শেখ শাহজাহান ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য।

প্রসঙ্গত শেখ শাজাহানের বাড়িতেতল্লাসি করতে গিয়ে তার অনুগামীদের হাতে গুরুতরু ভাবে আহত হয়েছেন ইডি অফিসাররা। আক্রান্ত হয় সংবাদমাধ্যম ও। এর পর ইডির তরফে শেখ শাহাজানের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। অন্য দিকে শনিবার ই ইডি-র হাতে গ্রেফতার হন আর এক অভিযুক্ত নেতা শঙ্কর আঢ্য। তাঁর বাড়িতে তল্লাশি করে একটি চিঠি উদ্ধার করে তদন্তকারীরা এবং তাদের ধারণা সেই চিঠি টা ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ই লেখা৷ সেই চিঠির জট খুলতে হাতের লেখা পরীক্ষা করার জন্য হাতের লেখা বিশেষজ্ঞ দের দ্বারস্থ হয়েছে তদন্তকারী দল। অন্যদিকে এখনো পর্যন্ত আত্মগোপন করে আছেন শেখ শাহজাহান।

রেশন দুর্নীতি তে এই চিঠিকান্ড স্বাভাবিকভাবেই অস্বস্তি বাড়িয়েছে রাজ্যের শাসক দলের। ইডির তরফে আরো দাবী করা হয় যে জেরায় চিঠির কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। যদিও আপাতত হাতের লেখা বিশরদদের দিকেই তাকিয়ে ইডি অফিসাররা। হাতের লেখা এই চিঠি ই আগামী দিনে হতে পারে রেশন দুর্নীতি কান্ডের সবচেয়ে বড় হাতিয়ার

You may also like