মহানগর ডেস্ক : শহরে বাড়তে চলেছে থানার সংখ্যা। আরো এক থানা উপহার পেতে চলেছে শহরবাসী। মূলত, কসবা এলাকার বাসিন্দাদের দীর্ঘদনের দাবি পূরণ হতে চলেছে বলে খবর লালবাজার সূত্রে। কসবা থানার অধীন এতগুলো এলাকা রয়েছে যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। ফলে বাসিন্দাদের দাবি মেনে এবার রাজডাঙা থানার নির্মাণ হতে চলেছে। এদিকে এখানের বড় এলাকা গড়ফা থেকে তিলজলা এখন কসবা থানার অধীনে। তবে রাজডাঙা থানা তৈরি হলে সেখানে ঢুকে যাবে ইএম বাইপাসের একাংশ এবং ডিপিএস রুবি পার্ক। তবে তালবাগান থেকে হালতু এলাকা থাকবে পুরনো কসবা থানার অধীনে। লোকসভা ভোট মিটলেই থানার কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে।
এর আগে ভাঙড় এলাকাকে কলকাতা পুলিশের অধীনে আনা হয়েছে।সেখানে রাজডাঙা থানা নতুন করে হলে এলাকার মানুষ সংশ্লিষ্ট থানায় গিয়ে অভিযোগ জানাতে পারবেন। কসবা থানা একটি থাকায় এত বড় এলাকা সামলানো কঠিন হয়ে পড়েছে। নতুন রাজডাঙা থানা হলে অনেকগুলি এলাকা অন্তর্ভুক্ত হবে। কসবা থানার ওপর থেকে চাপ কমবে। মানুষেরও সুবিধে হবে। আলাদা নজরদারিও করা যাবে। মানুষ নিকটবর্তী থানা পাবে। কসবা থানা বহু বাসিন্দার বাড়ি থেকে অনেক দূরে। তাই সেখানে এসে সমস্যা জানাতে সময় লেগে যায়। তবে নতুন রাজডাঙা থানা হলে পরিস্থিতি পাল্টাবে বলেই আশাবাদী সকলে।
রাজডাঙা থানা হলে এলাকায় অপরাধ কমবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। নজরদারিও চলবে কড়া ভাবে। অন্যদিকে,হরিদেবপুর থানা ভেঙেও নতুন থানা গড়ার কথা ভাবছে প্রশাসন। এছাড়া নতুন নতুন আরো থানার চিন্তা-ভাবনা রয়েছে বলে খর প্রশাসনিক সূত্রে।