Home Bengal ভর সন্ধ্যায় ঘরে ঢুকে এক প্রৌঢ়াকে খুন করে পালাল দুষ্কৃতীরা, গুরুতর জখম তাঁর ছেলে

ভর সন্ধ্যায় ঘরে ঢুকে এক প্রৌঢ়াকে খুন করে পালাল দুষ্কৃতীরা, গুরুতর জখম তাঁর ছেলে

by Mahanagar Desk
11 views

মহানগর ডেস্ক: শহরে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বাড়িতে ঢুকে মহিলাকে কুপিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে, বড়তলা থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃতার নাম মীনাক্ষি ভট্টাচার্য (৫৫)। তিনি পেশায় একজন প্রৌঢ়া।

দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন প্রৌঢ়ার ছেলে বিনায়ক ভট্টাচার্যও। তাঁকে তড়িঘড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার বড়তলা থানা এলাকার রায়বাগান স্ট্রিটে সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে। কয়েক জন দুষ্কৃতী মীনাক্ষির বাড়িতে আচমকা ঢুকে পড়ে ধারালো অস্ত্র হাতে।

তা দিয়েই তাঁরা মীনাক্ষি ও তাঁর নাবালক ছেলেকে কুপিয়ে পালায়। ঘটনায় মীনাক্ষি দেবী মারা যান। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মা ও ছেলেকে তড়িঘড়ি মেডিক্যালে নিয়ে যায় বড়তলা থানার পুলিশ। সেখানেই মীনাক্ষিকে মৃত ঘোষণা করা হয়। আর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিনায়ক।পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের খোঁজে এখনো পুলিশ তল্লাশি চালাচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

You may also like