Home Bengal শুক্রে পুজো কার্নিভাল, শেষ মুহূর্তে একেবারে নিখুঁতভাবে সাজানো হচ্ছে রেড রোড

শুক্রে পুজো কার্নিভাল, শেষ মুহূর্তে একেবারে নিখুঁতভাবে সাজানো হচ্ছে রেড রোড

by Mahanagar Desk
1 views

মহানগর ডেস্ক: পুজোর পাঁচ দিন শেষ। তবে এবার পুজো চারদিন নয় টানা ১০ দিন ধরে চলেছে। মানুষ এখনও বড় বড় প্যান্ডেলগুলিতে জমাচ্ছে ভিড়।কারণ তাদের বিসর্জন আগামী ২৭ অক্টোবর, রেড রোড কার্ণিভালের দিন। কিন্তু দশমী শেষ হওয়া মানেই অফিস-কাছারির ছুটিও শেষ। উমার সঙ্গে আমাদেরও কর্মস্থলে ফিরে যাওয়ার পালা। আর আমবাঙালির আরও এক বছরের অপেক্ষা শুরু। প্রতি বছরের মতো এবারও সেজে উঠছে রেড রোড। ধুমধাম করে আয়োজিত হবে পুজোর কার্নিভাল (Durga Puja Carnival)। গতবছরেই কলকাতার দুর্গোৎসবকে ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেসকো। তার পর থেকেই রেড রোডে পুজোর কার্নিভালের জমজমাটি আরও বেড়েছে।

আগামী ২৭ অক্টোবরেল জন্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আসলে কলকাতায় যতটা জমজমাটি ভাবে ঠাকুরকে আমন্ত্রণ জানানো হয়, ঠিক তেমনভাবেই মাকে বিদায় জানানোর রেওয়াজ। তাই রেড রোড জুড়ে করা হয়েছে আমন্ত্রিত অতিথি ও সাধারন মানুষের জন্য বসার ব্যবস্থা। ইতিমধ্যেই ১৮ হাজার আসন তৈরি করা হয়েছে। দু’টি মঞ্চও সেজে উঠেছে। যেখানে থাকবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার একাধিক সদস্যরা।

এবার কলকাতার পুজো কার্নিভালে মোট ১০১টি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করবে। তার মধ্যে রয়েছে কলকাতার ৮৮টি দুর্গাপ্রতিমা ও হাওড়ার ১৩টি প্রতিমা। আলোকসজ্জা থেকে শুরু করে, কোনও কিছুতে খামতি থাকবে না। এছাড়া জেলাগুলিতেও চলছে কার্নিভালের প্রস্তুতি। আগামিকাল জেলাগুলিতে পুজোর কার্নিভাল রয়েছে। শিলিগুড়িতে ১২টি পুজো কমিটি পুজোর কার্নিভালে অংশ নিচ্ছে। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে শোভাযাত্রা।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved