Home Bengal এখন আর রেশন কার্ডের ক্ষেত্রে চলবে না কোনো কারচুপি! কড়া নির্দেশ সরকারের 

এখন আর রেশন কার্ডের ক্ষেত্রে চলবে না কোনো কারচুপি! কড়া নির্দেশ সরকারের 

by Mahanagar Desk
21 views

মহানগর ডেস্ক: রেশন কার্ড ছাড়া মানুষের জীবন একরকম অচল । যাদের কাছে এই জিনিসটি রয়েছে রেশন কার্ডের গুরুত্ব একমাত্র তাঁরাই বুঝবেন। কিছু মানুষের জীবনে অপরিসীম এই কার্ডের গুরুত্ব।যারা একদম মধ্যবিত্ত ঘরের মানুষ বিশেষ করে এই কার্ডের গুরুত্ব তাঁদের কাছে অনেক।

এই রেশন কার্ডের মাধ্যমে অনেকেই আছেন যারা বিনামূল্যে খাদ্যদ্রব্য পেয়ে থাকেন।এই রেশন কার্ডের গুরুত্ব অনেকটাই বেশি গরিব মানুষের জীবনে। কারণ সকলের মুখে অন্য জোটে এই রেশন কার্ডের মাধ্যমে। আপনারও কি এই রেশন কার্ড রয়েছে? তাহলে এই জরুরী খবর রইলো আপনার জন্য। রাজ্য সরকার রেশন দোকানগুলির কারসাজি রুখতে এবার চরম সিদ্ধান্ত নিল।এটির আসলে পোশাকি নাম হল ‘ওয়েয়িং স্কেল’।সূত্রের খবরে জানা গিয়েছে, এবার রাজ্যজুড়ে কয়েক হাজার রেশন দোকানে ইলেকট্রনিক ওজন স্কেল চালু করছে রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগ।

খাদ্য ও সরবরাহ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই বিষয়ে বলেছেন যে, ‘ইলেকট্রনিক ওজন স্কেলগুলি ই-পিওএস মেশিনের সাথে সংযুক্ত থাকবে এবং খাদ্যশস্য বিতরণের প্রতিটি লেনদেনের সময় জিনিসগুলির ওজন তাত্ক্ষণিকভাবে আমাদের বিভাগের কেন্দ্রীয় সার্ভারে উপলব্ধ হবে। সুতরাং প্রতিটি লেনদেন বিভাগের শীর্ষ কর্মকর্তারা পর্যবেক্ষণ করতে পারেন।‘ রাজ্য জুড়ে রেশন দোকানগুলিতে খাদ্যশস্য সরবরাহের জন্য উপকারভোগীদের রেটিনা স্ক্যানিংয়ের মাধ্যমে আধার প্রমাণীকরণের প্রক্রিয়াটি সম্পন্ন করেছে বিভাগ।

এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, “রেশনিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং খাদ্যশস্যের ক্ষেত্রে সুবিধাভোগীরা যাতে কোনওভাবেই প্রতারিত না হন তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তাই রেশন দোকানগুলিতে এই বিশেষ মেশিনটি বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।“ নানা সময় রেশনে কারচুপির জন্য বহু রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যে কারণে রাজ্যের খাদ‌্য দফতর এখন ১৮ হাজার রেশন দোকানে এই যন্ত্র বসিয়ে দিয়েছে।

You may also like