মহানগর ডেস্ক: গঙ্গাসাগরে পুণ্যার্থীদের থেকে রীতিমতো ‘লুঠ’ হয়েছে। কারণ ভেসেল, নৌকোয় ভাড়া বৃদ্ধি হয়েছে ৩৪৪ গুণ। বিষয়টি আজ এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, নৌকো, ভেসেলের ভাড়া যেখানে ৯টাকা, সেখানে মেলার সময়ে নেওয়া হয়েছে ৪০ টাকা। এক লাফে ৩১ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। যা দেখে মোট আয় বেড়েছে ৩৪৪ গুণ।
অন্যদিকে ভেসেলের ভাড়া ৭৬ টাকা করে নিয়েছে রাজ্য সরকার। সব মিলিয়ে ৫০ হাজার মানুষের ৩৮ কোটি টাকা তুলেছে রাজ্য সরকার। আজ বিস্ফোরক দাবি করেছে শুভেন্দু অধিকারী।
মেলায় নৌকো ও ভেসেলের ভাড়া বৃদ্ধি নিয়ে মমতা সরকারকে বিঁধে রাজ্যে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গও টেনে আনেন শুভেন্দু অধিকারী। এর আগে বিজেপি নেতা সুকান্ত মজুমদারও একই বিষয় টেনে মেলা প্রাঙ্গনের বিভিন্ন অব্যবস্থা নিয়ে বলেন, “এখানে বিভিন্ন জায়গায় মাইকিং করে পুন্যার্থীদের উদ্দেশে বলা হচ্ছে সরকারের নির্ধারিত ভাড়া দিতে। কিন্তু কোথাও কোনও বোর্ড দেখতে পেলাম না, কোথায় সরকারের বেঁধে দেওয়া রেট চার্টও দেখতে পেলাম না। পুন্যার্থীদের নামে রীতিমতো লুঠ চলছে।”