Home Bengal ফের ডিএ মামলায় চাপে রাজ্য!

ফের ডিএ মামলায় চাপে রাজ্য!

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

by Pallabi Sanyal
52 views

মহানগর ডেস্ক : কেন্দ্রের সমান ডিএ-র দাবিতে এখনও আন্দোলনে অনড় ডিএ আন্দোলনকারীরা। ডিএ-র দাবিতে বার বার আদালতেই ভরসা রেখেছেন আন্দোলনকারীরা। পাল্টা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। হকের ডিএ নিয়ে চলছে দড়ি টানাটানি চলছে রাজ্য ও আন্দোলনকারীদের। তবে এবার বড় জয় আন্দোলনকারীদের। অন্যদিকে, চাপ বাড়লো রাজ্যের।

প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির দায়ের করা মামলার প্রেক্ষিতে রাজ্য সরকার চাপে পড়েছে। তবে ফের একবার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করার পথেই হাঁটতে চলেছে নবান্ন।

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। আর কয়েক দিনেই সেই ডিএ বেড়ে ১৪ শতাংশ হবে। অবশ্য গত ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ডিএ ছিল মাত্র ৬ শতাংশ। বড়দিনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাপের মুখে পরে বড়দনের উপহার স্বরূপ এক দফা ডিএ বাড়ান। যা কার্যকর হয় জানুয়ারি থেকে। আর রাজ্য বাজেট পেশের সময় আরও এক দফায় ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে।এদিকে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে আরও ৪ শতাংশ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৫০ শতাংশের গণ্ডি ছুঁয়েছে। এই বর্ধিত ডিএ কার্যকর হবে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে। এদিকে মে মাস থেকে বাংলার সরকারি কর্মীদের ডিএ বেড়ে ১৪ শতাংশ হবে। তখনও কেন্দ্রীয় সরকারি কর্মী এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক থাকবে ৩৬ শতাংশ।

You may also like