Home Bengal তিন বছরের শিশুকে হত্যা করে নিজের হাতে কোলে নিয়ে এল সৎ বাবা

তিন বছরের শিশুকে হত্যা করে নিজের হাতে কোলে নিয়ে এল সৎ বাবা

by Mahanagar Desk
6 views

মহানগর ডেস্ক : সৎ বাবার হাতে খুন হতে হল তিন বছরের শিশুকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকের বাজিতপুর এলাকার নলডাঙা গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটির নাম গোলু হাজরা। অভিযোগ সৎবাবা সাহেব হাজরার বিরূদ্ধে। শিশুটির অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে খবর,চকচন্দন নিবাসী এক মহিলার সঙ্গে নলডাঙার সাহেব হাজরার সঙ্গে বিয়ে হয়েছিল। ওই মহিলার তিনবছর ছয়মাস বয়সী আরেকটি সন্তান ও রয়েছে।

পুরো ঘটনাটির তদন্ত করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাহেব হাজরা নামে ওই লোকটি ছেলেকে সকালবেলায় ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে একটি জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সেখানেই শিশুটিকে গলা টিপে হত্যা করে। তারপর নিজের হাতে শিশুটিকে কোলে নিয়ে এসে বলে, শিশুটি মারা গিয়েছে। তারপর শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, শিশুটির মৃত্যু ঘটেছে। স্থানীয় বাসিন্দাদের মতে পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। এখন অপেক্ষা ময়নাতদন্তের রিপোর্টের।এরপর প্রতিবেশীরা প্রচন্ড চাপ সৃষ্টি করলে শিশুটির বাবা জানিয়েছেন, ঘাটে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। প্রতিবেশীদের দাবি, শিশুটিকে হত্যা করা হয়েছে। সঠিক অপরাধীকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক।

You may also like