Home Bengal শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে, রাজ্যপালের শরণাপন্ন ৪ ছাত্রী

শারীরিক ও মানসিক হেনস্থার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে, রাজ্যপালের শরণাপন্ন ৪ ছাত্রী

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ বিশ্বভারতীর চার পড়ুয়া।মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে। সূত্রের খবরে জানা গিয়েছে, রাজ্যপালকে রবিবার গোটা বিষয়টা জানানো হয়েছে মেইল মারফত।দ্রুত পদক্ষেপ গ্রহণের আরজি জানানো হয়েছে ।আগেই মানসিক ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছিল বিশ্বভারতীর এক অধ্যাপকের বিরুদ্ধে। প্রতীকী অনশন-বিক্ষোভও চলেছিল।

এরপর নৃতত্ত্ববিদ্যা বিভাগের গবেষণারত চার ছাত্রীর অভিযোগে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ গ্রহণ না করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, মঞ্জুরি কমিশন, কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মহিলা কমিশনে তারা দ্বারস্থ হন।রাজ্যের মুখ্য সচিব হরেকৃষ্ণ ত্রিবেদীকে রাষ্ট্রপতি ভবন থেকে বিষয়টি দেখার নির্দেশও দেওয়া হয় । কিন্তু অভিযোগ তাতেও কোনও লাভ হয়নি।গবেষণারত চার ছাত্রী এবার রবিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ব্যবস্থা গ্রহণ করার আরজি জানালেন।

পড়ুয়াদের একাংশের দাবি, “রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল যেভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন, বিশ্বভারতী ক্ষেত্রে তা হচ্ছে না। কর্তৃপক্ষের বিরুদ্ধে বহু অভিযোগ থাকা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। গোটা ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।”তাঁরা মেলের মাধ্যমে জানান,” দিনের পর দিন নানাভাবে নির্যাতন করা হচ্ছে তাঁদের উপর। অধ্যাপক অর্ণব ঘোষ ছাত্রীদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানসিক এবং শারীরিকভাবে হেনস্তা করছেন।” শুধু তাই নয়, কুপ্রস্তাবে সাড়া না দিলে শিক্ষাজীবন শেষ করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। এবার দেখার বিষয়, রাজ্যপাল ঠিক কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে!

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved