Home Bengal নবজোয়ারের পর জনগর্জন! জলপাইগুড়ি দিয়ে প্রচার শুরু তৃণমূলের? নেতৃত্বে অভিষেক

নবজোয়ারের পর জনগর্জন! জলপাইগুড়ি দিয়ে প্রচার শুরু তৃণমূলের? নেতৃত্বে অভিষেক

জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

by Pallabi Sanyal
37 views

মহানগর ডেস্ক : ব্রিগেডের জনগর্জন সভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই জোর কদমে শুরু হয়েছে দেওয়াল লিখন। জনগর্জনকে হাতিয়ার করে এবার জেলায় জেলায় সভা করবে তৃণমূল। কার্যত লোকসভা ভোটের প্রচার উত্তরবঙ্গ থেকে শুরু করতে চলেছে শাসকদল। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রার্থী। ডায়মণ্ড হারবারে তাকে পুনঃরায় প্রার্থী করেছে তৃণমূল। জলপাইগুড়ি থেকে শুরু করে এবার নবজোয়ারের স্টাইলে জেলায় জেলায় হতে চলেছে তৃণমূলের জনগর্জন সভা। দলীয় সূত্রে জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে ময়নাগুড়ি টাউন ক্লাব মাঠে সভা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’, এই স্লোগানকে সামনে রেখে জনগর্জন সভার আয়োজন করেছিল তৃণমূল। এবারে লোকসভার আগেও এটাই বার্তা তৃণমূলের। নতুন স্লোগানে জেলা ব্য়াপী বিজেপি বিরোধী প্রচারে নামছে তৃণমূল।

এর আগে গত লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি কেন্দ্রে জয় পায় বিজেপি। ৭ লাখ ৬০ হাজার ১৪৫ ভোট পেয়ে সাংসদ হন জয়ন্ত কুমার বর্মন। বিপক্ষে তৃণমূলের বিজয় চন্দ্র বর্মন পেয়েছিলেন ৫ লাখ ৭৬ হাজার ১৪১ ভোট। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে অন্তর্গত ৭টি বিধানসভার মধ্যে শুধুমাত্র রাজগঞ্জ ছাড়া বাকি প্রতিটিতেই ২০১৯-এ লিড পেয়েছিল বিজেপি। যদিও পরে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় ওই ৭টি বিধানসভার ফলাফলে অনেকটাই পরিবর্তন দেখা যায়। সেক্ষেত্রে এবার এই লোকসভা আসনটি আসন বিজেপির হাত থেকে দখলে নিতে মরিয়া তৃণমূল।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved