Home Bengal কুণালের পর তাপস! বোমা ফাটালেন সুদীপকে নিয়ে

কুণালের পর তাপস! বোমা ফাটালেন সুদীপকে নিয়ে

কুণাল ঘোষের পর এবার বিস্ফোরক তাপস রায়।

by Pallabi Sanyal
35 views

মহানগর ডেস্ক : সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তারই দলের লোকেরা। কুণাল ঘোষের পর এবার বিস্ফোরক তাপস রায়। তাঁর দাবি, ‘এবার উত্তর কলকাতায় প্রার্থী হলে পরাজয় নিশ্চিত। তাঁর বাড়িতে ইডি হানার পিছনে আছেন সুদীপই’। সুদীপের বিরুদ্ধে ইডি-সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন তিনি।

তাপস রায়ের মূলত অভিযোগ, কুণাল ঘোষ রাজনীতির জগতের মানুষ ছাড়াও একজন সাংবাদিক। তিনি যে মন্তব্য করেছেন নিজের পর্যবেক্ষণে করেছেন। সুদীপ যখন অন্য দলে চলে গিয়েছিলেন তখন নেত্রীর সম্পর্কেও অনেক কথা বলেছেন। কোনও রাজনৈতিক দল করাই অন্যায় নয়। কিন্তু একটা দল করে অন্য দলের স্বার্থরক্ষা করা, খবরাখবর পাচার করাটা পাপ।
সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের খেলেও অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেন বলে দাবি উঠেছে। উত্তর কলকাতায় ফের প্রার্থী হলে গোহারা হারবেন বলেও দাবি করেন তাপস। পুরনো কথা টেনে তাপস বলেন, ‘সুদীপের ইলেকশন এজেন্ট হিসাবে কাজ করেছিলাম। কিন্তু নির্বাচনের পর ওর প্রথম টার্গেট হল কী করে উত্তর কলকাতা থেকে আমাকে সরানো যায়। দলও আমাদের প্রার্থী না করে সোমেন মিত্রের স্ত্রী, সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রীকে প্রার্থী করল। কোনওদিন মানুষের জন্য, দলের জন্য, কর্মীদের জন্য সময় খরচা করেননি। ‘ তাপস রায় তার বাড়িতে ইডি হানার জন্যও দায়ী করেছেন সুদীপকেই।

উল্লেখ্য,শনিবারই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত বলে এক্স হ্য়ান্ডেলে বোমা ফাটান তৃণমূল নেতা কুণাল ঘোষ। দলীয় ও সরকারি পদ থেকে ইস্তফা দিয়েই ফের বিদ্রোহী হতে দেখা গিয়েছিল তাকে। তৃণমূলের লোকসভার দলনেতার ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন কুণাল। এমনকী ইডি ডিরেক্টর ও সিবিআই সদর দফতরকে ট্যাগ করে এক্স হ্যান্ডলে পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্ত হওয়া উচিত । সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফে ভুবনেশ্বর অ্যাপোলোকে দেওয়া টাকা নিয়েও তদন্ত হওয়া উচিত বলে পোস্ট করেছেন কুণাল। গরমিল পাওয়া গেলে সুদীপের আবার গ্রেফতার হওয়া উচিত বলে দাবি কুণালের।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved