Home Bengal নির্বাচনের পরই শুরু হবে তৃণমূলের ট্রিটমেন্ট! ভরা সভায় বে-ফাঁস বিধায়ক

নির্বাচনের পরই শুরু হবে তৃণমূলের ট্রিটমেন্ট! ভরা সভায় বে-ফাঁস বিধায়ক

বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল।

by Pallabi Sanyal
56 views

মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে একদিকে যেমন চলছে প্রার্থীদের প্রচার, অন্যদিকে প্রচারে গিয়ে অনেক সময় বেলাগাম মন্তব্য করতে দেখা যাচ্ছে দলীয় নেতৃত্বদেরকে। এমনই এক ঘটনা ঘটেছে বিষ্ণুপুরে।সানবাঁধা তমালতলায় দলীয় এক পথসভায় ভোটের পর তৃণমূলের ‘ট্রিটমেন্ট’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অমরনাথ শাখা।

প্রসঙ্গত, মূলত একের পর এক দুর্নীতি সহ শাসক নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে তারই দাওয়াইয়ের কথা বলেছেন বিজেপি বিধায়ক। তার সাফ কথা, ‘২০২৪-এর লোকসভা ভোটের ফলাফলের পরে আমরা শুরু করব তৃণমূলের ‘ট্রিটমেন্ট’। যে যা টাকা চুরি করেছে, যে যা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলব না।’ এদিকে বিধায়কের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে শাসক মহলে। শুরু হয়েছে বিতর্ক।

ভোটের মুখে এহেন উস্কানি মূলক মন্তব্যে পারদ চড়লেও বিধায়কের দাবি,তাঁর বক্তব্য উস্কানিমূলক নয় । যদিও বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। তিনিও বিষ্ণুপুরের প্রার্থী। তার কথায়, যোগ্যতা। বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী কয়েকদিন আগে জয়পুরে বলেছেন, তৃণমূলীদের চোখ উপড়ে নেব, হাত পা কেটে দেব। যেখানে দেখছি বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী যাচ্ছেন, বা ওঁর হয়ে যাঁরা ভোট প্রচারে যাচ্ছেন, ৫টা লোকও দেখা যাচ্ছে না, তার চেয়ে নিরাপত্তরক্ষী বেশি। লোকে হাসছে। তাই ওঁরা ভয়ে – আতঙ্কে মুখের ভাষা খারাপ করছে।’

You may also like