মহানগর ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। তৃণমূল বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ্যে। এবার কৌস্তভ বাগচীর মতোই এক কঠিন পণ করে বসলেন তৃণমূল নেতা। তৃণমূল সরকারকে উৎখাত না করা পর্যন্ত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়কে না হারানো পর্যন্ত মাথা ন্যাড়াই থাকবে, চুল রাখবেন না বলে যে প্রতিশ্রুতি করেছিলেন কৌস্তভ বাগচী তা ছিল অভিনব। কারণ এর আগে এমন পণ সেভাবে করতে দেখা যায়নি কাউকে। আর এবার কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে না হারানো পর্যন্ত মৎস্যমুখ করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ হলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। কতদিন তাকে নিরামিষ খেয়ে থাকতে হয় সেটাই দেখার। বাঙালিরা মাছ ভাত প্রিয়। আর সেই মাছকেই কিনা খাদ্য তালিকা থেকে বাদ রাখলেন রবীন্দ্রনাথ ঘোষ।
প্রসঙ্গত, বুধবার কোচবিহার পুরসভায় সাংবাদিকদের তিনি বলেন, ”নিশীথ প্রামাণিক গত ৫ বছর কোচবিহার জেলার মানুষের উপর অত্যাচার করেছে। কোচবিহারের মানুষ গত ৫ বছরে মানুষ তাঁকে দেখেনি।” তাই তাকে হারিয়েই মৎসমুখ করবেন বলে সাফ জানালেন রবীন্দ্রনাথ।
উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরবঙ্গ দিয়ে জনগর্জন সভা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে তৃণমূল নেতার এমন প্রতিজ্ঞায় চড়ছে পারদ। উল্লেখ্য, কোচবিহার কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ বসুনিয়ার হয়ে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। নির্বাচনী প্রচারের একটি সভা থেকে বিজেপির নেতাদের আক্রমণ করে রবীন্দ্রনাথ কটাক্ষ করে জানান, ‘ওদের গোচনা খাওয়ার অভ্যাস আছে। গোচনার পাশাপাশি ওদের গোবরজল খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।’ পালটা বিজেপির কোচবিহার জেলা সহ সভানেত্রী দীপা চক্রবর্তী বলেন, ‘উনি যদি আমাদের পণ করে থাকেন নিশীথকে না হারিয়ে মাছ খাবেন না, তাহলে ওঁকে সারাজীবন নিরামিষ খেয়ে থাকতে হবে।’