মহানগর ডেস্ক: ফের বঙ্গে শ্লীলতাহানির অভিযোগ৷ এবার অভিযোগ শাসক দলেরই এক নেতার বিরুদ্ধে। ১৯ বছরের এক মেয়েকে ফিল্মি কায়দায় তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল যুব নেতা শেখ মোমিনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে গতকাল পাণ্ডুয়া জয়পুরের জিটি রোডের ধারে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বছর ১৯ এর মেয়েটিকে পাণ্ডুয়া জয়পুর জিটি রোডের ধার থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয় তৃণমূল যুব নেতা শেখ মোমিন। সেখান থেকে ৬ কিমি দূরে সিমলাগরে গাড়ি থামিয়ে মেয়েটিকে জোর করে শ্লীলতাহানির চেষ্টা করলে মেয়েটি চিৎকার শুরু করে।
স্থানীয় লোকেরা ছুটে এসে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। ইতিমধ্যে পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে। মেয়েটিকে তার পরিবারের হাতে তুলে দেয় পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে।
সূত্র থেকে জানা গিয়েছে, অভিযুক্ত শেখ মোমিন খিরকুন্ডি নিয়ালা নামাজ গ্রাম অঞ্চলের সভাপতি।
অপরদিকে পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা আমজাদ হোসেন এই বিষয়ে জানান, মেয়েটিকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল৷ এলাকার মানুষজনই মেয়েটিকে উদ্ধার করেন। অন্যদিকে, তৃণমূল নেতা পান্ডুয়ার ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ বলেন এই কাণ্ডের সঙ্গে যে অভিযুক্ত তার সাজা হবে। কিন্তু এই অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত শেখ মোমিন। সূত্র থেকে জানা গিয়েছে, এটি ছাড়াও আরও অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। খিরকুন্ডি এলাকায় এক ব্যাক্তির দোকান দখল করে পার্টি অফিস করার অভিযোগ আছে তার বিরুদ্ধে।