Home Bengal তৃণমূলের প্রচারের অস্ত্র “মমতার গ্যারিন্টি” বনাম “মোদীর গ্যারিন্টি”

তৃণমূলের প্রচারের অস্ত্র “মমতার গ্যারিন্টি” বনাম “মোদীর গ্যারিন্টি”

by Sibapriya Dasgupta
22 views

মহানগর ডেস্ক : ২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রচারের অস্ত্র “মমতার গ্যারিন্টি।” দেশের নিরিখে বিজেপির প্রচারের অস্ত্র যেখানে “মোদীর গ্যারিন্টি”, সেখানে বাংলায় তৃণমূলের প্রচারে “মমতার গ্যারিন্টি”, বিষয়টাকে বিজেপি বলছে তৃণমূল মোদীকে অনুকরণ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের ছোট,বড়,মেজো সব নেতার গলায় এখন ভোটের মুখে শুধু একটাই বক্তব্য “মমতার গ্যারিন্টি।”

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সারা এপ্রিল মাস জুড়ে “মমতার গ্যারিন্টি” বিষয়টিকে সামনে রেখে ৩০ পর্বে প্রচার চালাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রার্থী, বিধায়ক, স্থানীয় এবং খ্যাতিমান নেতানেত্রীরা। “মমতার গ্যারিন্টি”- র মূল বিষয় হল “মোদীর গ্যারিন্টি” বলে যে বিষয়টি বিজেপি প্রচারে আনছে, সেই বিষয়টি য়ে আদপে শুধুই প্রচার সেরাই তৃণমূল তাদের প্রচারে তুলে ধরবে। তৃণমূলের এই প্রচারে নরেন্দ্র মোদীর কথায়, “মোদীর সবচেয়ে বড় গ্যারিন্টি হল, মোদীর গ্যারিন্টি পূর্ণ হওয়ার গ্যারিন্টি” কে খারিজ করার যুক্তি তুলে ধরা হবে। মোদীর গ্যারিন্টিকে অন্তঃসারশূন্য বলে সম্প্রতি কলকাতার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় কটাক্ষ করে “মমতার গ্যারিন্টি”-র বিষয়টিকে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল চাইছে নির্বাচনে ভোটাররা যখন ইভিএমের সামনে দাঁড়াবেন তখন যেন ভোটারদের মনে “মমতার গ্যারিন্টি” পূরণের ছবিটাই প্রকট থাকে, সেই লক্ষেই গোটা এপ্রিল মাস জুড়ে প্রচার চালাবে তৃণমূল।

তৃণমূলের প্রচারে ২০১৪ তে মোদীর গ্যারিন্টি ছিল, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পাঠানো, কালো টাকা ফিরিয়ে আনা, বছরে ২ কোটি বেকারের চাকরি— এর কোনওটাই পূরণ হয়নি। তার উপর ২০১৪ র পর থেকে নিত্যপণ্যের দাম, জ্বালানীর দাম জীবনদায়ী অষুধের দাম— সবই আকাশছোঁয়া। অভিষেক তাই ইতিমধ্যেই নির্বাচনী প্রচার সভায় গিয়ে বলছেন, “মোদীর গ্যারিন্টি মানে বিজেপি নেতার মিথ্যা ভাষণ, আর দিদির গ্যারিন্টি মানে প্রতিশ্রুতি পূরণ। আপনারা কোনটা চান ভাষণ না রেশন?”

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved