Home Bengal রাজ্যে এক দফায় ভোটের দাবি তৃণমূলের, কমিশনের ফুল বেঞ্চের কাছে অন্যরা কী বললেন?

রাজ্যে এক দফায় ভোটের দাবি তৃণমূলের, কমিশনের ফুল বেঞ্চের কাছে অন্যরা কী বললেন?

তৃণমূলের অভিযোগ, নরেন্দ্র মোদী, অমিত শাহদের প্রচারে সুবিধা দেওয়ার জন্য ছয়-সাত দফায় নির্বাচন করানো হবে।

by Pallabi Sanyal
38 views

মহানগর ডেস্ক : জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করে রাজ্যে এক দফায় লোকসভা নির্বাচন করার দাবি জানালেন তৃণমূল প্রতিনিধি দল। কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, ফুল বেঞ্চের নেতৃত্বে থাকবেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। এ ছাড়াও নির্বাচন কমিশনার অরুণ গয়াল-সহ আরও ১৪ জন আধিকারিক থাকবেন ওই দলে। সবাই এই বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে রাজ্যে কেন এক দফায় লোকসভা নির্বাচন হবে না, তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ। তিনি বলেন, “আমরা বলেছি, কেন পশ্চিমবঙ্গে এক দিনে ভোট হবে না? যদি বিজেপিশাসিত রাজ্যে এক দিনে ভোট হয়, তবে এ রাজ্যে নয় কেন?”

তৃণমূলের অভিযোগ, নরেন্দ্র মোদী, অমিত শাহদের প্রচারে সুবিধা দেওয়ার জন্য ছয়-সাত দফায় নির্বাচন করানো হবে। প্রসঙ্গত, গত ২০১৯ সালে রাজ্যে সাত দফায় লোকসভা নির্বাচন হয়েছিল। ২০১৪ সালের লোকসভা নির্বাচন হয়েছিল নয় দফায়। রাজ্যে এক দফায় ভোট করানোর দাবির পাশাপাশি রাজ্যে একাধিক ভোটার কার্ড ‘নিষ্ক্রিয়’ হওয়া নিয়েও কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তৃণমূল।

কেন নির্বাচন ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী তা নিয়েও নিজেদের ক্ষোভের কথা বৈঠকে তুলে ধরেছে তৃণমূল। এই প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “সিআইএসএফকে মানুষ ভয় পাচ্ছে। কারণ বিজেপি নেতারা যা বলছেন, তাই করছে সিআইএসএফ।” তৃণমূল কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে দাবি জানায়, বিজেপি যাতে সিআইএসএফকে নিয়ন্ত্রণ করতে না পারে।

এদিকে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় কমিশনের সঙ্গে বৈঠকের পর বাইরে বেরিয়ে বলেন, “মানুষের মন থেকে ভয় দূর করতে হবে নির্বাচন কমিশনকে।” এই প্রসঙ্গে তিনি সন্দেশখালির প্রসঙ্গ উল্লেখ করে কমিশনের ফুল বেঞ্চের কাছে রাজ্যে সব ভোটারদের অবাধে ভোট দেওয়ার দাবি জানায়। ভোট পরবর্তী ‘হিংসা’র প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ভোট করানোর দাবিও বিজেপি বৈঠকে জানিয়েছে। এছাড়াও বৈঠকে বিজেপি প্রতিনিধিরা দাবি করে নির্বাচন যেন পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে হয়। বিজেপি প্রতিনিধিরা বৈঠক শেষে জানান, কমিশন শান্তিপূর্ণ ভোট করাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার বিষয়ে আশ্বাস দিয়েছে।

এদিনের বৈঠকে সিপিএমের পক্ষে শমীক লাহিড়ী রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “অবাধ এবং স্বচ্ছ ভোট করাতে হলে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত আধিকারিক ভোট লুটে অভিযুক্ত, তাঁদের নির্বাচনের দায়িত্ব রাখা যাবে না।” সিপিএম বৈঠকে রাজ্যের বেশ কয়েক জন জেলাশাসকের নামেও কমিশনে মালিশ জানান।

সিপিএমের মতোই একই সুরে কংগ্রেসের তরফে কমিশনের ফুল বেঞ্চে বৈঠকে এসে আশুতোষ চট্টোপাধ্যায় , অভিযুক্ত প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে দিয়ে ভোট না করাবার জন্য কমিশনের কাছে আবেদন করেন। এর পাশাপাশি তারা, কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ভোটের দাবিও কংগ্রেস প্রতিনিধিরা বৈঠকে জানিয়েছেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved