HomeBengal১০ মার্চ তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের "জনগর্জন", বক্তা মমতা, অভিষেক !!

১০ মার্চ তৃণমূলের ব্রিগেডে তৃণমূলের “জনগর্জন”, বক্তা মমতা, অভিষেক !!

- Advertisement -

মহানগর ডেস্ক: আগামী ১০ মার্চ, রবিবার তৃণমূল ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে। এই সমাবেশ থেকে কেন্দ্রের বিরুদ্ধে আগামী ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করবেন মমতা এবং তৃণমূলের সেনাপতি।

গত ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরে ২১ জুলাইয়ের সমাবেশ ব্রিগেডে করেছিল তৃণমূল। এর পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও এক বার ব্রিগেড সমবেশ করে তৃণমূল কংগ্রেস বিরোধী জোটের নেতাদের কলকাতায় নিয়ে এসেছিল।

এ বার আর ইন্ডিয়া জোটের জন্য ব্রিগেড করছেন না মমতার দল, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল একক শক্তিতেই ১০ মার্চ ব্রিগেডে সমাবেশ করতে চলেছে।

রবিবারই ১০ মার্চের এই সমবাবেশের পোস্টার প্রকাশ করেছে তৃণমূল। ১০ মার্চ, রবিবার ব্রিগেড চলোর ডাক দিয়ে সকাল ১১টা থেকে “জনগর্জন সভা” করার কথা ঘোষিত হয়েছে। পোস্টারে ছবি রয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে মার্চ মাসের শুরু থেকেই বিজেপি রাজ্যে চূড়ান্ত প্রচার পর্ব শুরু করছে। ১ মার্চ আরামবাগে এবং ২ মার্চ কৃষ্ণনগরে সভা করবেন নরেন্দ্র মোদী। এর পরে ৮ মার্চ বারাসতে সভা রয়েছে মোদীর। এই সভায় সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের নিয়ে আসতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব।

নরেন্দ্র মেদীর সভার ঠিক দু’দিন পরেই ব্রিগেডে সভার ডাক দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অতি সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে সভা করেননি। গত ডিসেম্বরে ব্রিগডে গীতা পাঠের সমাবেশ করেছিল কয়কেটি হিন্দুত্ববাদী সংগঠন। সেটা ছিল ধর্মীয় সমাবেশ। সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই তারপর ব্রিগেড একটি সফল সমাবেশ করে। এ বার তৃণমূলের ব্রিগেড হতে চলেছে ১০ মার্চ।

তৃণমূল বেশ কিছু দিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মুখর। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের বরাদ্দ আটকে দেওয়ার অভিযোগে কলকাতা থেকে দিল্লি বিভিন্ন জায়গায় সমাবেশ, বিক্ষোভ ধর্না করেছেন তৃণমূল নেতৃত্ব। ব্রিগেডেও সেই দাবিগুলেই প্রধান্য পাবে।

Most Popular