মহানগর ডেস্ক: মাধ্যমিকের প্রথম দিনেই ইন্টারনেটে ফাঁস হল মাধ্যমিকের প্রশ্ন। প্রথমদিন, বাংলা পরীক্ষা শেষ হওয়ার আগেই ফোনে ফোনে ঘুরতে থাকে এই প্রশ্নপত্র। অভিযোগ ওঠে, কে, কেউ বা কারা ছবি তুলে ওই প্রশ্ন সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। যে প্রশ্ন ছড়িয়ে পড়েছে, পরীক্ষা শেষের পর ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া আসল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়েও দেখা হয়েছে। প্রশ্ন হুবহু মিলে গিয়েছে। অর্থাৎ, আসল প্রশ্নপত্রের ছবিই কেউ তুলে সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। প্রশ্নপত্র ফোনে বেরিয়ে যাওয়ার পর পরীক্ষা শেষের এক ঘণ্টার মধ্যে দোষীদের চিহ্নিত করতে পেরেছে বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তার পরই মালদহের দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে। এবার প্রশ্নপত্রে একটি কিউআর কোড দিয়েছিল পর্ষদ। তাতেই কেল্লাফতে হলো।
মাধ্যমিকের প্রশ্ন পরীক্ষার আগেই ফাঁস হয়ে যাওয়া রুখতে এবার সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রে রাখা হয়েছিল কিউআর কোড। আর তাতেই চিহ্নিত হয়ে গেল প্রন ফাঁস করা দুই পরীক্ষার্থী। এই বছর মাধ্যমিক প্রশ্নপত্র এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে কেউ প্রশ্নের ছবি তুললে তাঁকে চিহ্নিত করা সম্ভব হয়। প্রত্যেক প্রশ্নের পাশে একটি করে কিউআর কোড ছাপা হয়েছে এবার। তাই কেউ প্রশ্নের ছবি তুললে সেই কিউআর কোডের সূত্রেই ছবিটি কোথা থেকে তোলা হয়েছে, তা চিহ্নিত করা সম্ভব বলে আগেই জানিয়েছিল পর্ষদ। রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই প্রশ্নের ছবি তোলা হোক না কেন, পর্ষদ তা জানতে পারবে বলে দাবি করেছিল। এই প্রক্রিয়ার ফলেই মালদহের দুই পরীক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে পর্ষদের জালে ধরা পড়ল।পর্ষদের নির্দেশানুসারে শুক্রবার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষকেরা পরীক্ষার্থীদের জানিয়ে দিয়েছিলেন, প্রশ্নের ছবি তোলা যাবে না। যদি কেউ ছবি তোলেন, তবে তাঁকে শাস্তির মুখে পড়তে হবে। এভাবেই সব কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।
শুক্রবার মাধ্যমিকের প্রথম পরীক্ষা শেষ হয়েছে বেলা ১টায়। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, পরীক্ষার প্রশ্নপত্র সমাজমাধ্যমে বেরিয়ে যাওয়ার যে ঘটনা ঘটে, এক ঘণ্টার মধ্যেই তাতে দোষীদের চিহ্নিত করা গিয়েছে। একে পর্ষদ নিজেদের সাফল্য হিসাবেই দেখছে। রামানুজ বলেন, ‘‘মালদহের দুই পরীক্ষার্থী এই কাজ করেছে। ইতিমধ্যেই তাঁদের শনাক্ত করা হয়েছে। তাঁদের পরীক্ষা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ওই দুই পরীক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশনও বাতিল করে দিয়েছে পর্ষদ।