Home Bengal জানেন কোন ব্যাঙ্ক FD-তে ৯.২৫% সুদ দিচ্ছে?

জানেন কোন ব্যাঙ্ক FD-তে ৯.২৫% সুদ দিচ্ছে?

অবসরের পর প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কের ইন্টারেস্ট এর ওপর একটু বেশিই ভরসা করেন।

by Mahanagar Desk
28 views

মহানগর ডেস্কঃ ব্যাঙ্ক সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে ধনী প্রভাবশালী ব্যক্তি প্রত্যেকেরই একমাত্র ভরসা।টাকা সুরক্ষিত রাখতে বেশির ভাগই ব্যাঙ্কে টাকা রাখতে পছন্দ করেন। আর তাছাড়া অবসরের পর প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কের ইন্টারেস্ট এর ওপর একটু বেশিই ভরসা করেন। এই জন্য সঠিক জায়গায় ভেবে চিন্তে বিনিয়োগ করা দরকার ৷ অনেকে আবার আছেন অবসরের পর টাকা নিয়ে রিস্ক নিতে পছন্দ করেন না৷ টাকা সুরক্ষিত থাকবে এর পাশাপাশি গ্যারেন্টিড রিটার্ন পছন্দ করেন প্রত্যেকেই৷ তাই সাধারণ মানুষ ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতেই বেশি পছন্দ করেন।

স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক গুলি, সাধারণত বড় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কের তুলনায় একটু বেশিই সুদ দিয়ে থাকে ৷ এইমুহূর্তে শুনে খুশি হবেন সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক নতুন সুদের হার লাগু করছে ২০২৪ এর ১ মার্চ থেকে ৷ এই সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে ৫ থেকে ২৫ কোটি টাকার স্ল্যাবে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। বাজারে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক ২ কোটির কম টাকার এফডির সুদের হার বাড়িয়ে দিয়েছে। এই ব্যাঙ্ক সুদের হার ০.৪১ শতাংশ বাড়িয়েছে তা আবার মাত্র ২৫ মাসের এফডিতে ৷

বাজারে সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্কের FD-এর সুদের হারের বিষয়ে জানেন? জানতে দেখে নিন-
৭- ১৪ দিনে সাধারণ মানুষের জন্য ৪ শতাংশ সুদ, এবং প্রবীণ নাগরিকদের খেত্রে সেটির হার ৪.৫০ শতাংশ

১৫ – ৪৫ দিন হিসেবে সাধারণ মানুষের ক্ষেত্রে ৪.২৫ শতাংশ সুদ, প্রবীণ নাগরিকদের ক্ষত্রে ৪.৭৫ শতাংশ দেওয়া হবে।

৪৬- ৯০ দিন হিসেবে সাধারণের জন্য সুদ দেওয়া হবে ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের খেত্রে ৫.০০ শতাংশ।

৯১দিন থেকে ৬ মাস- পর্যন্ত সাধারণ মানুষের জন্য ৫ শতাংশ সুদ দেওয়া হবে,এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫.৫০ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৬ শতাংশ।

৯ মাস থেকে ১ বছরের কম সময়ের জন্য সাধারণদের সুদের হার ৬ শতাংশ, আর প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৬.৫০ শতাংশ।

১ বছরের জন্য সাধারণদের জন্য সুদ ৬.৮৫ শতাংশ, আর প্রবীণ নাগরিকদের সুদ ৭.৩৫ শতাংশ

১ বছরের বেশি সময় থেকে ১৫ মাসের জন্য সাধারণের সুদের হার ৮.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের সুদের হার ৮.৭৫ শতাংশ।

১৮ মাস থেকে ২ বছর পর্যন্ত সাধারণদের সুদের হার ৮.৫০ শতাংশ, প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৯ শতাংশ।

আবার, ২ বছর ১ দিনের খেত্রে সুদ হবে সাধারণদের খেত্রে সুদ ৮.৬০ শতাংশ, প্রবীণ নাগরিকদের সুদের হার ৯.১০ শতাংশ।
২ বছর ২ দিনের সুদের হার সাধারণের জন্য ৮.৬৫ শতাংশ, এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৯.১০ শতাংশ।

২ বছর ৩ দিন বা ২৫ মাসের কম, সেক্ষেত্রে সাধারণের সুদের হার ৮.৬০ শতাংশ, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৯.১০ শতাংশ।

২ বছর ১ মাসের জন্য সাধারণ জনগণের জন্য ক্ষেত্রে সুদ ৯.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৯.২৫ শতাংশ।

এবার ভেবেচিন্তে আপনিও টাকা বিনিয়োগ করুন। দেখুন সুদের হার কোথায় কম কোথায় বেশি আপনার লাভের কথা মাথায় রেখে তবেই সঠিক ব্যাঙ্কে বিনিয়োগ করুন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved