মহানগর ডেস্ক: মঙ্গলবার দুপুরে কলাইকুণ্ডা এয়ারবেসে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত মুরকুনিয়া গ্রামে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। ওই বিমানটি থেকে জরুরি ভিত্তিতে প্যারাসুটের মাধ্যমে এয়ার ফোর্সের দুই পাইলট লাফিয়ে পড়ে কোনওক্রমে প্রাণ বাঁচান।
মঙ্গলবার ঘড়িতে তখন দুপুর সাড়ে তিনটে। হঠাৎই বিকট শব্দে মুরকুনিয়া গ্রামের একটি ধানিজমিতে একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে। যুদ্ধবিমান ভেঙে পড়ার প্রবল শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুণ্ডা এয়ারবেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে দুর্ঘটনাস্থলে এসে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘‘দুপুর সাড়ে তিনটে নাগাদ আচমকা বিকট শব্দ শুনতে পেয়ে মানুষজন বাড়িট বাইরে বেরিয়ে আসেন। তখনই তাঁরা দেখতে পান একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। প্যারাশুট দিয়ে দু’জন পাইলট নেমেছেন, তাঁদের তেমন কোনও ক্ষতি হয়নি, তাঁদের জল দিয়ে ঘটনাস্থল থেকে স্থানীয় মানুষেরাই উদ্ধার করেন।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ওই যুদ্ধবিমানে থাকা দুই পাইলটকে কালাইকুণ্ডা এয়ারবেস থেকে আসা বায়ুসেনার অফিসাররা উদ্ধার করে নিয়ে যান চিকিৎসার জন্য।