মহানগর ডেস্ক : বিজেপিতে গেলে পিছু নেয় না সিবিআই-ইডি, বরং সব দোষ ওয়াশিং মেশিনে ধুয়ে যায়। বিজেপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে বহুবার ওয়াশিং মেশিন কটাক্ষ করতে দেখা গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। রবিবার তাই সটাং ওয়াশিং মেশিন নিয়েই ব্রিগেডে জনগর্জন সভার উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা।বিধাননগর পুরনিগম ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলো দত্তের নেতৃত্বেই মিছিল করে ওয়াশিং মেশিন নিয়ে ব্রিগেডের পথে রওনা দেন তারা।
অভিনব প্রতিবাদ সম্পর্কে ৩৮ নম্বর ওয়ার্ডের সভাপতি নির্মল দত্তর দাবি, তৃণমূল নেতৃত্ব বারবারই বলেছে বিজেপিতে গেলেই সব দোষ ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আর তাই প্রতীকী হিসেবেই ওয়াশিং মেশিন সঙ্গে নিয়েই ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। এর পাশাপাশি সেখানকার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার হাতে নিয়েও রওনা দিয়েছেন ব্রিগেডের পথে।
উল্লেখ্য, জেলা থেকে শহর, কাতারে কাতারে তৃণমূল কর্মীদর ঢল নেমেছে আজ ব্রিগেডের ময়দানে। লোকসভা নির্বাচনের আগে কী বার্তা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।