মহানগর ডেস্ক: জল সমস্যায় নাজেহাল ? রাস্তার বেহাল দশা নিয়ে এবার আপনি নিজেই নালিস জানাতে পারবেন রাজ্য সরকারকে। জল সমস্যা এবং রাস্তার সঙ্কট অবস্থা নিয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে এবার বিধানসভায় দুটি হোয়্যাটসঅ্যাপ নম্বর প্রকাশ করল পুলক রায়।
এদিন, বিধানসভার অধিবেশন চলাকালীন পুলক জানান, এবার থেকে রাজ্যের যে কোনও প্রান্তে পূর্ত দফতরের কোনও রাস্তা কোথাও খারাপ থাকলে যে নম্বরে অভিযোগ করা যাবে তা হলো- ৯০৮৮৮২২১১১। একই ভাবে, জনস্বাস্থ্য কারিগরি দফতরেও একটি হোয়্যাটসঅ্যাপ নম্বর চালু করা হয়েছে বলে জানান পুলক। পানীয় জল পাওয়ার ক্ষেত্রে কোনও অভিযোগ থাকলে এই নম্বরে জানানো যাবে সমস্যা। নম্বর দুটি হল, ৮৯০২০২২২২২ এবং ৮৯০২০৬৬৬৬৬৷
পাশাপাশি এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী জানান, জল প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। ৭৫ লক্ষ বাড়িতে রাজ্য জল দিয়েছে। তার রক্ষণাবেক্ষণও করছে রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্য ৫০% আনুপাতিক হারে টাকা দেওয়ার কথা থাকলেও কেন্দ্র তা দিচ্ছে না। বর্তমানে রাজ্যের খরচ হচ্ছে ৭৫%৷ মন্ত্রীর এই মন্তব্যের পরেই বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী খোচাঁ দিয়ে বলেন , রাজ্যের স্বপ্নের প্রকল্প হলে, সেখানে রাজ্যেরই ১০০% খরচ করা উচিত। উত্তরে পুলক রায় বলেন, ‘‘আমরা জল নিয়ে রাজনীতি চাই না।’’ এদিন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে কটাক্ষ করতে শোনা যায় বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধেও। তিনি বলেন, ‘‘প্রশ্ন করার জন্য প্রশ্ন নয়, কাজ করার জন্য প্রশ্ন করুন।’’