Home Bengal লকেটেরই থাকছে হুগলি! এ কী বলে ফেললেন রচনা?

লকেটেরই থাকছে হুগলি! এ কী বলে ফেললেন রচনা?

জন যেমন দুজনের সহকর্মী তেমনই এবার প্রতিদ্বন্দ্বীও।

by Pallabi Sanyal
48 views

মহানগর ডেস্ক : লকেট চট্টোপাধ্যায় বনাম রচনা বন্দ্যোপাধ্যায়, হুগলিতে প্রচারে চলছে জোর টক্কর। কার দখলে হুগলি, জানতে মরিয়া সব মহলই। হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে হুগলি লোকসভা কেন্দ্র একটি। বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ওপর মানুষ ভরসা রাখে নাকি রাজনীতিতে নবাগতা রচনা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ করে দেন সেই উত্তর মিলবে ৪ জুন। তার আগে প্রচারে বেরিয়ে যা বললেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই মন্তব্য বিজেপির জয়কেই ইঙ্গিত করছে।

দক্ষিণবঙ্গে যেখানে তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, বইছে লু, দাবদাহের মাঝেই চলছে অভিনব প্রচার। বর্ণাঢ্য রোড শো থেকে, পথসভা, দুয়ারে দুয়ারে প্রার্থী পরিচিতি থেকে জনসংযোগ তো রয়েইছে, আবার কখনো প্রচারের ফাঁকে চলছে ক্রিকেট খেলা, ফুলবল খেলা আরো কতকি। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে তৃমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইলেই ধামসা মাদলের তালে তালে নাচলেন রচনা। তারপর রাজনীতির কথা উঠতেই তিনি বলেন,’আমি বিজেপিকে হারাতে আসিনি, মানুষের মন জয় করতে এসেছি। মানুষ যাঁকে চাইবেন, তাঁর পাশে থাকবেন।’ আর তারপর থেকেই বাড়ছে জল্পনা।

প্রসঙ্গত, লকেট ও রচনা, একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। দুজন যেমন দুজনের সহকর্মী তেমনই এবার প্রতিদ্বন্দ্বীও। রাজনীতির ময়দানে কেউ কাউকে একচুলও জমি ছাড়তে নারাজ। হুগলিতে বিজেপির সংগঠন মজবুত হওয়ায় লকেটের জয়ের সম্ভাবনা বেশি বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved