মহানগর ডেস্ক : সন্দেশখালিতে যখন একের পর এক মহিলা ক্ষোভে ফেটে পড়ছেন শাহজাহান বাহিনীর বিরুদ্ধে, মারাত্মক সব অভিযোগ তুলছেন, তখন কেন ঘটনাস্থলে দেখা গেল না রজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে তা নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েঠে বিরোধীরা। বসিরহাটের সাংসদ নুসরত জাহানই বা কোথায়? উঠেছিল প্রশ্ন। তারকা সাংসদের অনেক গুলি রিলস-ছবি পোস্ট করে আক্রমণ শানিয়েছিল বিরোধীরা। সন্দেশখালিত কেন দেখা গেল না নুসরতকে? এবার খোদ সাংসদই সেই জবাব দিয়েছেন এক্স হ্যান্ডেলে।
It is heart wrenching waking up to such allegations. As a woman, as a public representative I have always followed my parties guidelines and served the people. With the Sandeshkhali incident raging, Our Hon CM has already send Help.. and necessary steps are being taken for the… pic.twitter.com/KrqOeSvWU0
— Nussrat Jahan (@nusratchirps) February 25, 2024
সংবাদপত্রের একটি কাট আউট পোস্ট করে নুসরত লিখেছেন,”এই ধরনের অভিযোগ জেগে ওঠা হৃদয় বিদারক। একজন নারী হিসেবে, একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সবসময় আমার দলের নির্দেশনা অনুসরণ করেছি এবং জনগণের সেবা করেছি। সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সাহায্য পাঠিয়েছেন, এবং জনগণের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আইনের ঊর্ধ্বে নই। তাই এটি মেনে চলা এবং প্রশাসনকে সমর্থন করা, যা করা দরকার। আমি সত্যিকারের অর্থে আমার নির্বাচনী এলাকার মানুষের সেবা করেছি, আনন্দের সময়ে, দুঃসময়ে। আমি আমার দলের নির্দেশনা অনুযায়ী কাজ করি। এবং আমি বিশ্বাস করি আমাদের রাজ্য সরকার ও প্রশাসনের প্রতি বিশ্বাস থাকতে হবে, ভুল কী? সর্বদা নিন্দা করা হবে। আমাদের অবশ্যই একে অপরকে টার্গেট করা থেকে বিরত থাকতে হবে, এবং শান্তি তৈরি করতে সাহায্য করার জন্য একত্রিত হতে হবে এবং বিশৃঙ্খলা নয়। জনগণের নিরাপত্তা ও কল্যাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বাকিটা কে কী বলল, তাতে কিছু যায় আসে না। যেমনটি আমি আগেই বলেছি, আমি আবার পুনরাবৃত্তি করব, ‘রাজনীতি করা বন্ধ করুন’।”