Home Bengal ‘দাদা আত্মগোপন করে আছে’ এবার মুখ খুললেন শাহজাহানের ভাই আলমগীর শেখ

‘দাদা আত্মগোপন করে আছে’ এবার মুখ খুললেন শাহজাহানের ভাই আলমগীর শেখ

by Mahanagar Desk
53 views

মহানগর ডেস্ক: সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহানের শুক্রবার ইডি অফিসারদের নিগ্রহের ঘটনার পর থেকেই খোঁজ নেই। তিনি যাতে দেশ ছাড়তে না-পারেন, সেজন্য ইডি লুক আউট নোটিস জারি করেছে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকেও সতর্ক করা হয়েছে। কিন্তু একটাই প্রশ্ন শাহজাহান এখনও কোথায় ঘুরপাক খাচ্ছে?

ইডি অফিসাররা সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে নিগৃহীত হওয়ার ৪৮ ঘণ্টা বাদে তাঁর ভাই আলমগীর শেখ মুখ খুললেন রবিবার। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, ‘দাদা আত্মগোপন করে আছে। যদি জনরোষ তৈরি হয়, সেই আশঙ্কাতেই দাদা বাড়ি ফিরছে না। দাদা আইনি পরামর্শও নিচ্ছে।’ যদিও আলমগীর শাহজাহানের আত্মগোপনের বিষয়ে কোনো উত্তর দেননি।

শাহজাহানের ভাই শনিবার রাতে সন্দেশখালির সরবেড়িয়ার বাড়িতে ফেরেন। ইডির দাবি,তদন্তকারীরা শুক্রবার তল্লাশিতে গিয়ে দেখেন, নিজের বাড়িতেই শাহজাহানের মোবাইলের টাওয়ার লোকেশন ছিল। অথচ কেউ দরজা খোলেননি বারবার তাঁর বাড়ির দরজায় ধাক্কা দিলেও। যদিও আলমগীর দাবি করেছেন, ‘মোবাইল বাড়িতে রেখেই দাদা সে দিন বাইরে বেরিয়েছিলেন।’

আলমগীর এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘শুক্রবারের ঘটনার সময়ে মোবাইল ফোন বাড়িতে রেখে মর্নিং ওয়াকে গিয়েছিলেন দাদা৷ ইডি বাড়িতে হানা দিতেই তাঁর কাছে গন্ডগোলের খবর পৌঁছয়৷’ পাশাপাশি আলমগীরের দাবি, ‘কোনও শুভাকাঙ্খীরাই দাদাকে ফোন করে ওই সময়ে বাড়িতে ফিরতে নিষেধ করেন৷’

You may also like